For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আবহে বড় সাফল্য ফ্রান্সের! খতম করা হল আল কায়েদার উত্তর আফ্রিকার প্রধানকে

Google Oneindia Bengali News

করোনা আবহে ফ্রান্সের সেনার বড় সাফল্য। জঙ্গি সংগঠন আল কায়দার উত্তর আফ্রিকা অঞ্চলের নেতা আব্দুল মালেক দ্রুকদেলকে খতম করেছে বলে দাবি করল ফ্রান্স। এই বিষয়ে শুক্রবার ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলি জানান, বৃহস্পতিবার দ্রুকদেল উত্তর মালিতে এক অভিযানে নিহত হয়।

দ্রুকদেলের সহযোগী জিহাদি নেতাদেরও নিষ্ক্রিয় করা হয়

দ্রুকদেলের সহযোগী জিহাদি নেতাদেরও নিষ্ক্রিয় করা হয়

ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, অভিযানে সাহেল অঞ্চলে দ্রুকদেলের সহযোগী অন্যান্য জিহাদি গোষ্ঠীর নেতাদেরও নিষ্ক্রিয় করা হয়েছে। সাহেল অঞ্চলে জাতিসংঘের নেতৃত্বে বর্তমানে ৫ হাজার ফরাসি সেনা জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে।

করোনা আবহে জঙ্গি নিধনে এই বড় সাফল্য বেশ তাৎপর্যপূর্ণ

করোনা আবহে জঙ্গি নিধনে এই বড় সাফল্য বেশ তাৎপর্যপূর্ণ

করোনা আক্রান্ত দেশগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে ইউরোপের ফ্রান্স। দেশটিতে আক্রান্তের সংখ্যা অনেক আগেই দেড় লক্ষের গণ্ডি পেরিয়েছে। মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ২৯ হাজারেরও বেশি মানুষের। এর মধ্যে জঙ্গি নিধনে এই বড় সাফল্য বেশ তাৎপর্যপূর্ণ।

উত্তর আফঅরিকাতে ঘাঁটি গেড়েছে জঙ্গিরা

উত্তর আফঅরিকাতে ঘাঁটি গেড়েছে জঙ্গিরা

প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলি সতর্কতা জারি করে জানিয়েছিল যে জঙ্গিরা উত্তর আফ্রিকাকে নিজেদের নতুন বেসে পরিণত করেছে। সেখান থেকে ইউরোপে হামলা চালানো সহজ হবে বলেই এই বেস বদল বলে মনে করা হচ্ছিল। এদিকে উত্তর ছাড়া পশ্চিম আফ্রিকাতেও ক্রমে নিজের আধিপত্য বাড়াচ্ছিল আবদেলমালেক ড্রোকডেল।

জঙ্গি দমনে ফ্রান্সের তৎপরতা

জঙ্গি দমনে ফ্রান্সের তৎপরতা

জানুয়ারিতেই জঙ্গি দমনের বিষয়ে আফ্রিকার পাঁচটি দেশের সঙ্গে বিশেষ বৈঠক করেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রোঁ। সেখানেই জঙ্গিদমনে একটি নতুন পরিকল্পনা নেওয়া হয়েছিল। এরপরেই মালির বরখশানে বাহিনীতে ফ্রান্স তাদের আরও অতিরিক্ত ৬০০ সেনা মোতায়েন করে। যার পলে বর্তমানে ওই এলাকায় ৫ হাজারের বেশি ফরাসি সৈন্য রয়েছে।

English summary
France says its army killed al-Qaeda's North Africa head Abdelmalek Droukdel
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X