For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইথিওপিয়ার বিমান দুর্ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন ৪ ভারতীয়, শোকপ্রকাশ সুষমার

ইথিওপিয়ার বিমান দুর্ঘটনায় ১৫৭ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। তার মধ্যে রয়েছেন ৪ ভারতীয়ও।

  • |
Google Oneindia Bengali News

ইথিওপিয়ার বিমান দুর্ঘটনায় ১৫৭ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। তার মধ্যে রয়েছেন ৪ ভারতীয়ও। রবিবার এই বিমান দুর্ঘটনা ঘটে ইথিওপিয়ার রাজধানী অ্যাডিস আবাবা-য়। বিমানটি কেনিয়ার রাজধানী নাইরোবির দিকে যাচ্ছিল। বিমান থাকা সকলেই প্রয়াত হয়েছেন বলে জানা গিয়েছে।

ইথিওপিয়ার বিমান দুর্ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন ৪ ভারতীয়, শোকপ্রকাশ সুষমার

ইথিওপিয়ার ভারতীয় দূতাবাস থেকে পাওয়া খবরের পর বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, নিহত ভারতীয়রা হলেন - বিদ্যা পন্নাগেশ ভাস্কর, বিদ্যা হনসিন অন্নগেশ, নুকাভারাপু মনীশা ও শিখা গর্গ। এই শিখা কেন্দ্রের পরিবেশ ও বন মন্ত্রকের পরামর্শদাতা ছিলেন। তিনি রাষ্ট্রপুঞ্জের অনুষ্ঠানে অংশ নিতে নাইরোবি যাচ্ছিলেন।

নতুন মডেলের বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানটি কী করে দুর্ঘটনার মধ্যে পড়ল সেই কারণ এখনও অজানা। এই একই মডেলের লায়ন এয়ার ফ্লাইট গত অক্টোবরে ইন্দোনেশিয়ায় দুর্ঘটনার মধ্যে পড়ে। সেখানে ১৮৯ জনের মৃত্যু হয়েছিল।

এই বিমানে ৩৫টি দেশের নাগরিক ছিল। তার মধ্যে ৩২জন কেনিয়া, ১৮ জন কানাডা, ৯জন ইথিওপিয়া, ৮ জন করে মার্কিন যুক্তরাষ্ট্র, চিন ও ইতালির এবং ৭ জন করে ফ্রান্স ও ব্রিটেনের নাগরিক ছিলেন।

রবিবার ভালো আবহাওয়ার মধ্যেই বিমানটি রওনা দেয়। তবে উড়ানের ৬ মিনিটের মধ্যে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এবং বিশোফ্টুর কাছে তা ভেঙে পড়ে।

English summary
Four Indians among 157 killed as Ethiopian Airlines flight crashes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X