For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌করোনা ভাইরাসের জের, ডিস্ক পরে ঘুরে বেড়াচ্ছেন এক ব্যক্তি

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আতঙ্ক, তাই দুরত্ব বজায়ের জন্য এক ইতালিয় ব্যক্তি এক–মিটার ব্যাসার্ধ বিশিষ্ট ডিস্ক পরে রোমের বাজারে ঘুরে বেড়াচ্ছেন। এই ভিডিও সামনে আসতেই তা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। ইতালিতে করোনা ভাইরাস থাবা বসিয়েছে। এই দেশেও এই মারণ রোগে আক্রান্ত বহু।

ডিস্ক পরে ঘুরে বেড়াচ্ছেন এক ব্যক্তি


বিশ্বজুড়ে ১,৩৮,০০০ জন আক্রান্ত করোনাতে, নতুন এই জীবাণু প্রাণ কেড়েছে ৪,৯০০ জনের। বিশ্বের সব সেলেবরা, তাবড় তাবড় বিশেষজ্ঞরা বিশ্ববাসীকে পরামর্শ দিচ্ছেন যে শারীরিক সংস্পর্শ থেকে দূরে থাকুন এবং ব্যক্তিগত দুরত্ব বজায় রেখে চলুন। আলিঙ্গন ও করমর্দন এখন বদলে গিয়েছে নমস্কারে। এরকম পরিস্থিতিতে ইতালিয় ওই ব্যক্তি দুরত্ব বজায় রাখার এক অভিনব উপায় বের করেছে। তিনি এক–মিটার ব্যাসার্ধ বিশিষ্ট ডিস্ক নিজের চারদিকে জড়িয়ে রেখে বাজারে ঘুরে বেড়াচ্ছেন। ১২ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে যে ওই ব্যক্তি হলুদ রঙের ডিস্ক পরে রয়েছে। তিনি সেই সময় রোমের তেস্তাকিয়ো বাজারে ঘুরছিলেন।

একটু মন দিয়ে দেখলে বোঝা যাবে যে ওই ব্যক্তির হাতে বড় একটি ক্যাচার রয়েছে যাতে তাঁর জিনিসপত্র নিতে সুবিধা হয়। টুইটারে এই ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনরা তাঁকে প্রতিভাবান বলে অ্যাখা দিয়েছে। ইতালিতে এই মহামারি রোগে মৃত্যু হয়েছে ১০০০ জনের।

English summary
coronavirus panic, italian man wears large disc to maintain social distance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X