For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের টেস্ট কিটের ব্যবহার ভারত বন্ধ করতেই বেজিং ভ্রু কোঁচকাচ্ছে! করোনার আবহে চড়ছে পারদ

চিনের টেস্ট কিটের ব্যবহার ভারত বন্ধ করতেই বেজিং ভ্রু কোঁচচ্ছে! করোনার আবহে চড়ছে পারদ

  • |
Google Oneindia Bengali News

আইসিএমআর দেশের বিভিন্ন রাজ্যকে চিনের সংস্থার পাঠানো কোভিড ১৯ টেস্ট কিট ব্যবহার না করার নির্দেশ দিয়েছে। যে ঘটনার পর থেকে দিল্লির দিকে কড়া মেজাজে চেয়ে রয়েছে বেজিং। চিনা সংস্থার তৈরি করোনা টেস্ট কিট ঘিরে ভারতের অবস্থানকে মোটেও ভালোভাবে নিচ্ছেন না পাকিস্তানের সব মরশুমের সঙ্গী চিন।

চিনের হুঙ্কার

চিনের হুঙ্কার

চিনের দূতাবাসের তরফে জানানো হয়েছে, চিন থেকে যে সমস্ত জিনিস পাঠানো হয়েছে, তাকে গুরুত্ব সহকারে তৈরি করা হয়েছে। যেকোনও চিনের জিনিসপত্রকে 'খারাপ' তকমা দেওয়াটা ঠিক নয় বলে তিনি জানান। অমন মনোভাবকে দায়িত্বজ্ঞানহীন হলে দাবি করেছেন চিনের দূতাবাসের মুখপাত্র।

টেস্ট কিট নিয়ে প্রশ্ন!

টেস্ট কিট নিয়ে প্রশ্ন!

চিনের টেস্ট কিট নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের একাধিক রাজ্য। তারপরই ভারতের করোনা যুদ্ধের অন্যতম পরামর্শ দাতা ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চের তরফে জানানো হয় যে রাজ্য়গুলি যেন চিনের সংস্থার তরফে আসা টেস্ট কিট ব্যবহার না করে। এরপরই চিন থেকে এই টেস্ট কিট আমদানি বন্ধ করে ভারত।

চিন-ভারত দ্বন্দ্ব

চিন-ভারত দ্বন্দ্ব

চিনের তরফে জানানো হয়েছে যে টেস্ট কিটগুলি বিশ্বমানের । চিনের দুটি সংস্থা উন্ডফো ও লিভজোন জানিয়েছে যে চিনের ন্যাশনাল মেডিক্যাল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রিশন এই ব়্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিটকে মান্যতা দিয়েছে। তারপর ভারতের এই ভাবমূর্তি না পসন্দ চিনের।

 দিল্লির প্রতি চিনের বার্তা

দিল্লির প্রতি চিনের বার্তা

চিন সাফ ভাষায় জানিয়েছে, দিল্লির তরফে চিনের সদিচ্ছাকে গুরুত্ব নিশ্চয়ই দেওয়া হবে। চিনের আশা করোনা যুদ্ধে চিনের অবদানের কথা ভারত বুঝবে। পাশাপাশি চিনের দূতাবাসের মুখপাত্রের দাবি, চিনের টেস্টিং কিটে যেভাবে স্পেসিফিকেশন দেওয়া রয়েছে সেইভাবে যদি উপযুক্ত কর্মদক্ষরা ব্যবহার না করেন তাহলেই টেস্টিং কিট নিয়ে সমস্যা হতে পারে।

মোদী বৈদিক মুনি, ঋষির মতো! কেন্দ্রের বিরুদ্ধে নানান অভিযোগে সিঙ্গুরে অভিনব প্রতিবাদ বেচারামেরমোদী বৈদিক মুনি, ঋষির মতো! কেন্দ্রের বিরুদ্ধে নানান অভিযোগে সিঙ্গুরে অভিনব প্রতিবাদ বেচারামের

English summary
China is ‘concerned’ as India decides to stop use of Chinese Covid-19 test kits .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X