For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করাচি : ওয়াসিম আক্রমের গাড়িতে দুষ্কৃতীদের গুলি, নিরাপদে ক্রিকেট কিংবদন্তী

Google Oneindia Bengali News

করাচি, ৬ আগস্ট : বন্দুকের গুলি থেকে কোনওমতে পালিয়ে বাঁচলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রম। বুধবার করাচিতে তাঁর গাড়ির উপর গুলি চলে।

স্থানীয় মিডিয়া সূত্রের খবর ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে ন্যাশনাল স্টেডিয়ামের কাছে। আক্রম পাকিস্তানি বোলারদের প্রশিক্ষণ দেওয়ার জন্য স্টেডিয়াম যাচ্ছিলেন।

করাচি : ওয়াসিম আক্রমের গাড়িতে দুষ্কৃতীদের গুলি, নিরাপদে ক্রিকেট কিংবদন্তী

এবিপি নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে আক্রম বলেন, "আমি ক্রিকেট স্টেডিয়ামের দিকে যাচ্ছিলাম। হামলাকারীদের গাড়ির নম্বর প্লেট দেখেছি। পুলিশকে নম্বরটা দেওয়াও হয়েছে।"

পাকিস্তানে জিও টিভির সংবাদ অনুযায়ী, একটি গাড়ি পিছন থেক এসে আক্রমের গাড়িকে ধাক্কা মারে। কয়েকজন নিরপত্তারক্ষী ছুটে আসে অন্য একটি গাড়ি থেকে একজন বেরিয়ে এসে আক্রমকে লক্ষ্য করে গুলি করে। যদিও হামলাকারী লক্ষ্যভ্রষ্ট হয়।

আক্রম ওই সংবাদ চ্যানেলকে জানিয়েছেন, "গুলিটি গাড়ির চাকায় লাগে, আমি অক্ষতই ছিলাম।"

যদিও এই ঘটনা ঘিরে দুশ্চিন্তা প্রকাশ করেছেন ওয়াসিম আক্রম। তিনি বলেন, "আমি এখনও আশ্চর্য এই ভেবে যে কোনও হুমকি বার্তাও ছিল না। মিডিয়ার কাজ খুঁজে বের করা কে সেই ব্যক্তি ছিল। যদি ওই ব্যক্তি আমার উপর এভাবে হামলা করতে পারে তাহলে একবার ভাবুন সাধারণ মানুষের সঙ্গে কী করতে পারে।"

ক্রিকেট ইতিহাসের অন্যতম ফাস্ট বোলিংয়ের কিংবদন্তী। তরুন বোলারদের প্রশিক্ষণ দেওযার জন্য সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে অনুরোধ জানায়। প্রশিক্ষণ দিতে স্টেডিয়ামে এদিন যাচ্ছিলেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হিসাবেও কাজ করেছেন তিনি।

English summary
Bullets fired at Wasim Akram's car in Karachi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X