For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Breaking News: বাতিল হয়ে গেল অনাস্থা! এই যাত্রায় বেঁচে গেলেন ইমরান

সরকার রাখতে পারবেন কি না! বড় পরীক্ষা ইমরানের উপর। গোটা বিশ্বের নজর পাকিস্তানের উপর। আস্থাভোটের আগে ক্রমশ চড়ছিল উত্তেজনা। এমনকি গোটা বিশ্বের নজর ছিল পাকিস্তানের উপর। আর শেষ মুহূর্তে খেলা ঘুরিয়ে দিলেন স্পিকার। খারিজ করে দি

  • |
Google Oneindia Bengali News

সরকার রাখতে পারবেন কি না! বড় পরীক্ষা ইমরানের উপর। গোটা বিশ্বের নজর পাকিস্তানের উপর। আস্থাভোটের আগে ক্রমশ চড়ছিল উত্তেজনা। এমনকি গোটা বিশ্বের নজর ছিল পাকিস্তানের উপর। আর শেষ মুহূর্তে খেলা ঘুরিয়ে দিলেন স্পিকার। খারিজ করে দিলেন বিরোধীদের আনা আস্থা ভোট! অসংবিধানিক বলে বিরোধীদের আনা প্রস্তাব খারিজ করে দেন ডেপুটি স্পিকার।

পদত্যাগ করলেন ইমরান খান

একই সঙ্গে অনাস্থা প্রস্তাবকে সংবিধান বহিঃভূত বলেও ব্যাখ্যা তাঁর। ফলে আপাতত সে দেশের প্রধানমন্ত্রী হিসাবেই আপাতত থেকে যাচ্ছেন ইমরান।

গত কয়েকদিন আগেই জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ইমরান বলেন, ২০ বছর ক্রিকেটের সঙ্গে যুক্ত থেকেছি। শেষ বল পর্যন্ত খেলার কথা বলেন তিনি। একই সঙ্গে পদত্যাগ যে করবেন না সেটাও স্পষ্ট ভাবে জানিয়ে দেন ইমরান। কিন্তু কীভাবে গদি বাঁচাবেন ইমরান! বড় প্রশ্ন ছিল। কারণ সরকার বাঁচানোর জন্যে পর্যাপ্ত সংখ্যা ছিল না পাক প্রধানমন্ত্রীর কাছে। ফলে তাঁর সরে যাওয়া নিশ্চিত ছিল। কিন্তু শেষ মুহূর্তে ইমরান খেলা ঘোরাতে পারেন সেই ইঙ্গিতও মিলছিল।

এই অবস্থায় আজ রবিবার সকাল থেকে চূড়ান্ত নাটক পাকিস্তান জুড়ে। তবে এই আস্থা ভোট শুরু হওয়ার আগেই তাঁর সঙ্গে থাকা নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন ইমরান। আর এরপরেই পাকিস্তানের রাষ্ট্রপতি'র সঙ্গে দেখা করতে চলে যান। আর সেই সময়ে পাকিস্তান সংসদে শুরু হয় আস্থা ভোট নিয়ে আলোচনা।

Breaking News: বাতিল হয়ে গেল অনাস্থা! এই যাত্রায় বেঁচে গেলেন ইমরান

কিন্তু শুরুতেই বিরোধী শক্তিকে ধাক্কা দিয়ে ডেপুটি স্পিকার স্পষ্ট জানিয়ে দেন, এভাবে নির্বাচিত সরকারকে ফেলা যায় না। সে দেশের সংবিধানের পাঁচ নম্বর ধারাকে উল্লেখ করে অনাস্থা প্রস্তাবকে সংবিধান বহিঃভূত বলেও ব্যাখ্যা করা হয়। আর এরপরেই পাকিস্তান সংসদে মূলতুবি ঘোষণা করে দেওয়া হয়।

অন্যদিকে বিরোধীদের আনা প্রস্তাব খারিজ হয়ে যাওয়ার পরেই জাতির উদ্দেশ্যে ফের একবার বক্তব্য রাখতে শুরু করেন ইমরান খান। বলেন, বিরোধীদের আনা অনাস্থা খারিজ করে দেওয়ার জন্যে ধন্যবাদ জানান। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বড়সড় ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে ফের একবার সরব হন। বলেন, সরকারকে ফেলতে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে।

একই সঙ্গে সংসদ ভেঙে দেওয়ারও সুপারিশ করেন পাক প্রধানমন্ত্রী। একেবারে ফ্রেশ ভোটের আবেদন রাখেন। আর এই বিষয়ে রাষ্ট্রপতিকে জানিয়ে এসেছেন বলেও দাবি করেন।

অন্যদিকে অনাস্থা বাতিল করে দেওয়ার পরেই পার্লামেন্টেই লাগাতার ধর্নায় বসার হুঁশিয়ারি বিরোধীদের। শুধু তাই নয়, আজ রবিবার পাকিস্তান আদালতে এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করারও কথা বলা হয়েছে বিরোধীদের তরফে। বিরোধীদের হুঁশিয়ারি, আগুন নিয়ে খেলছেন ইমরান খান।

তবে এই অবস্থায় পাকিস্তানে যে নতুন বিতর্ক তৈরি হল তা কার্যত স্পষ্ট বলেই মনে করছে ওয়াকিবহালমহল।

English summary
Breaking News: No trust vote rejected by speaker in National assembly of Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X