For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের জল বিনোদন পার্কে আচমকা আছড়ে পড়ল ১০ ফুট উঁচু সুনামি; ধারেকাছে তো সমুদ্র নেই, তাহলে ব্যাপার কী!

সমুদ্রে স্নান করার সময়ে সুনামির হানার কথা অনেকেই শুনেছেন। কিন্তু যদি বলা হয় কোনও বিনোদন পার্কের সুইমিং পুলে 'সুনামি'-র আক্রমণে ডজনখানেক মানুষ আহত হয়েছেন, তাহলে কি বিশ্বাসযোগ্য শোনাবে বিষয়টি?

  • |
Google Oneindia Bengali News

সমুদ্রে স্নান করার সময়ে সুনামির হানার কথা অনেকেই শুনেছেন। কিন্তু যদি বলা হয় কোনও বিনোদন পার্কের সুইমিং পুলে 'সুনামি'-র আক্রমণে ডজনখানেক মানুষ আহত হয়েছেন, তাহলে কি বিশ্বাসযোগ্য শোনাবে বিষয়টি?

হ্যাঁ, এরকমই এক অভাবনীয় কাণ্ড ঘটেছে গত সোমবার, ২৯ জুলাই, উত্তরপূর্ব চিনের জিলিন প্রদেশে।

চিনের জল বিনোদন পার্কে আচমকা আছড়ে পড়ল ১০ ফুট উঁচু সুনামি; ধারেকাছে তো সমুদ্র নেই, তাহলে ব্যাপার কী!

কেউ কিছু বুঝে ওঠার আগেই ভাসিয়ে নিয়ে গেল 'সুনামি'

উত্তর কোরিয়ার লাগোয়া জিলিন প্রদেশের ইয়ানবিয়ান প্রিফেকচারে (প্রশাসনিক বিভাগ) ইউলং শুইয়ান ওয়াটার প্যারাডাইস পার্ক-এ এই অদ্ভুত ঘটনা ঘটে বলে জানিয়েছে শাংহাইস্ট ওয়েবসাইট। পার্কটির একটি 'ওয়েভ পুল'-এ তখন অতিথিরা বিশ্রাম করছিলেন যখন আচমকা তৈরী জয় একটি ১০-ফুট উঁচু ঢেউ। হঠাৎ অমন দৈত্যকায় ঢেউ তাঁদের দিকে ছুটে আসাতে হতভম্ব হয়ে পড়েন পার্কের লোকজন। কিছু বুঝে ওঠার আগেই ঢেউটি তাঁদের উপরে আছড়ে পড়ে। টিউবে করে জলে ভাসমান অনেক মানুষ সেই উঁচু ঢেউয়ের ধাক্কায় এদিক ওদিক ছিটকে পড়েন। বাইরে যাঁরা ছিলেন, তাঁরাও প্রাণভয়ে চিৎকার করতে করতে দৌড়োতে থাকেন। এই পুরো ঘটনাটিকে ভিডিওবন্দি করেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।

যান্ত্রিক গোলযোগে এমন ঘটেছে, বলেছে পার্ক কর্তৃপক্ষ

পরে বিনোদন পার্কটির কর্তৃপক্ষরা জানান যে যান্ত্রিক গোলযোগের জন্যে এই কাণ্ড ঘটেছে। তাঁরা বলেন ১০জন মতো লোক আহত হয়েছে এবং সুইমিং পুলটি ফের পরের দিন খোলা হবে বলে প্রতিশ্রুতিও দেন।

যদিও স্থানীয় আধিকারিকদের মতে, আহতের সংখ্যা কম করে ৪৪। তাঁরা অনির্ধিষ্টকালের জন্যে পার্কটিকে বন্ধও করে দেন।

English summary
Bizarre news Tsunami in China water park leaves many people injured
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X