For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রিকেট: অদ্ভুত যেসব উপায়ে আউট হতে পারেন একজন ব্যাটসম্যান

ক্রিকেট: অদ্ভুত যেসব উপায়ে আউট হতে পারেন একজন ব্যাটসম্যান

  • By Bbc Bengali

আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছেন ইনজামাম উল হক
AFP
আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছেন ইনজামাম উল হক

এই ঘটনা ২০০৬ সালের। পেশোয়ারে চলছে পাকিস্তান-ভারত সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ।

ম্যাচে তুমুল উত্তেজনা। পাকিস্তানের জিততে প্রয়োজন ৪১ বলে ৪০ রান, উইকেটে ইনজামাম উল হক এবং ইউনিস খান।

ইনজামাম বল ঠেলে দিলেন মিড অফে। কোন রান না নেয়ার সিদ্ধান্ত নিলেন তিনি, তবে মিড অফে দাঁড়ানো ফিল্ডার বল তুলে সরাসরি থ্রো করলেন স্ট্রাইকিং প্রান্তে ইনজামামের স্ট্যাম্পে। ইনজামাম অনেকটা ব্যাটিংয়ের মতো করেই বলটি ঠেকিয়ে দিলেন।

আম্পায়াররা খানিকটা সময় নিয়ে সিদ্ধান্ত জানালেন, ইনজামাম আউট।

কারণটা কী?

ইনজামাম ছিলেন ক্রিজের বাইরে। যদি সরাসরি থ্রো কিংবা অন্য ফ্লিডারের মাধ্যমে বল স্ট্যাম্পে লাগলে তিনি আউট হতেন। কিন্তু এক্ষেত্রে তিনি বলটি ঠেকিয়ে দিয়েছেন, তাই আম্পায়াররা বিবেচনা করেছেন রানআউটের সম্ভাবনা।

নিজের সময়ের অন্যতম সেরা এই পাকিস্তানী ব্যাটসম্যান বেশ কিছুক্ষণ নিজের অবস্থান পরিস্কার করার চেষ্টা করলেন। কিন্তু নিয়ম তো নিয়মই। ফলে তাকে আউট ঘোষণা করেই হলো আম্পায়ারদের।

ক্রিকেটের ভাষায় এই ধরনের আউটের পরিচিতি 'অবস্ট্রাক্টিং দা ফিল্ড' হিসেবে।

পাকিস্তান সেই ওয়ানডে ম্যাচটা জিতেছিল বটে, কিন্তু এই আউট নিয়ে হয়েছে বিস্তর আলোচনা।

ক্রিকেট নিয়ে বিবিসি বাংলায় আর কিছু খবর:

কোহলি বনাম স্মিথ: প্রজন্ম সেরা দুই ব্যাটসম্যানের পাঁচটি আলোচনার বিষয়

স্কোয়াডে জায়গা পেলেন না মাশরাফী, তবে কি বিদায় ঘণ্টা বেজে গেল?

আন্তর্জাতিকে ফিরছেন সাকিব, এবারও কি 'চ্যাম্পিয়নের মতই' ফিরবেন

হিট উইকেট

ইনজামাম উল হক ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা একজন ব্যাটসম্যান বটে, তবে একই সাথে এই খেলায় একজন ব্যাটসম্যান যে হরেক রকমের উপায়ে আউট হতে পারেন, তার একটা জ্বলজ্যান্ত উদাহরণও তিনি।

সেবার ইংল্যান্ডের সাথে টেস্ট ম্যাচ চলছে পাকিস্তানের। হেডিংলিতে পকিস্তানের মোহাম্মদ ইউসুফ ১৯২ আর ইউনিস খান ১৭৩ করে আউট হয়েছেন।

সব মিলিয়ে তখন ৫ উইকেটে ৪৫১ রান পাকিস্তানের, উইকেটে আছেন ইনজামাম উল হক। এমন সময়ে ইংল্যান্ডের স্পিনার মন্টি পানেসারের একটা বল সুইপ করতে গিয়ে তিনি শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেন এবং উইকেটের ওপর পড়ে যান।

স্ট্যাম্পের উপর থেকে বেল পড়ে যায়, সাথে সাথে মাঠে উল্লাস করে ইংল্যান্ডের ক্রিকেটাররা।

তবে ইনজামামকে নিয়ে মজার আউটের ঘটনা এখানেই শেষ না। ২০০২ সালে মরক্কো কাপে দক্ষিণ আফ্রিকার জাস্টিন অনটংয়ের বলে ছক্কা মারার পরেও আউট হয়ে মাঠ ছাড়েন ইনজামাম।

ছক্কা মারার পর নিজের অজান্তেই তিনি স্ট্যাম্প নাড়িয়ে বেল ফেলে দেন, আর উইকেটের পেছনে থাকা মার্ক বাউচার সেটা লক্ষ্য করে আম্পায়ারকে জানান। 'হিট উইকেট' - এই আউট হয়ে প্যাভেলিয়নের পথ হাঁটা শুরু করেন ইনজামাম।

ওই ম্যাচটিতে আট রানে হেরে যায় পাকিস্তান।

ক্রিকেটে আরও একটি অদ্ভুত আউট হচ্ছে 'হিট দ্যা বল টোয়াইস' - ব্যাট দিয়ে ব্যাটসম্যান যদি ইচ্ছাকৃতভাবে বলে দু'বার মারেন, সেক্ষেত্রে তাকে আউট ঘোষণা করবেন আম্পায়ার। তবে এই নিয়মে স্বীকৃত ক্রিকেটে এখন পর্যন্ত কেউ আউট হননি।

টাইমড আউট

ক্রিকেটে সময় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। মাঠে সময় নষ্ট করার অপরাধে অধিনায়ক থেকে শুরু করে দলের সবার ম্যাচ ফি কেটে নেয়ার ঘটনাও ক্রিকেটে বিরল নয়।

তাই সময় ক্ষেপণের জন্যও কোন একজন ব্যাটসম্যান আউট হয়ে যেতে পারেন - এবং সেটা এমনকি তিনি মাঠে নামার আগেই।

ভারতের সৌরভ গাঙ্গুলী ২০০৭ সালে অল্পের জন্য বেঁচে যান এই ধরনের আউট হওয়া থেকে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে দ্রুতই দুই উইকেট হারিয়ে ফেলে ভারত।

চতুর্থ ব্যাটসম্যান হিসেবে নামার কথা ছিল সাচিন টেন্ডুলকারের। কিন্তু তিনি ফিল্ডিংয়ের সময় মাঠ ছেড়ে বিরতি নিয়েছিলেন, ফলে নিয়মনীতি মানতে গিয়ে তিনি তখনই ব্যাটিংয়ে নামতে অযোগ্য হয়ে পরেন।

ব্যাটিং লিস্টে নিচের দিকে থাকার পরেও গাঙ্গুলী নিয়মের প্যাঁচে পড়ে আগেই মাঠে নামতে বাধ্য হন। কিন্তু এক্ষেত্রে তিনি সময় নেন পাক্কা ছয় মিনিট।

অবশ্য ওইদিন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা একটু উদারই ছিলেন - তারা কোন আপিল করেননি, তাই আউট হওয়া থেকে বেঁচে যান ভারতীয় ব্যাটসম্যান।

ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে একজন ব্যাটসম্যান আউট হওয়ার পর পরের ব্যাটসম্যান মাঠে নামতে সময় নিতে পারেন সর্বোচ্চ তিন মিনিট, আর টি-টোয়েন্টির ক্ষেত্রে এই সময়টা দুই মিনিট।

ক্রিকেট সময়ের খেলা, সময় বাঁচাতে দৌড়াচ্ছেন সাচিন, সৌরভ
Getty Images
ক্রিকেট সময়ের খেলা, সময় বাঁচাতে দৌড়াচ্ছেন সাচিন, সৌরভ

রিটায়ার্ড আউট

একজন ব্যাটসম্যান রিটায়ার্ড আউট তখনই হতে পারেন, যখন তিনি আম্পায়ারের অনুমতি ছাড়াই ব্যাট করা থেকে মাঝ পথে অবসর নেন এবং আবারও ইনিংস শুরু করতে বিপক্ষ দলের অধিনায়কের অনুমতি পেতে ব্যর্থ হন।

তিনি যদি আর মাঠে ফিরে না আসতে পারেন, তাহলে তার নামের পাশে লেখা হয় রিটায়ার্ড আউট। তাকে এই কারণেই আউট দেখানো হয়, যাতে তার ব্যাটিং অ্যাভারেজ হিসেব করতে সুবিধা হয়।

আঘাত বা সুনির্দিষ্ট কারণ ছাড়া যদি একজন ব্যাটসম্যান মাঠ ছাড়েন, সাধারণত তিনি পুনরায় ইনিংস শুরু করার অনুমতি পান না।

আর্ন্তজাতিক ক্রিকেটে এমন একটি ঘটনা ঘটেছে ২০০১ সালে। বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে এবং মারভান আতাপাত্তু একই ইনিংসে কোন কারণ না দেখিয়েই মাঠ ছাড়েন।

আতাপাত্তু ছিলেন ২০১ রানে, আর জয়াবর্ধনে তখন রান করেছেন ১৫০। দলের বাকিদের ব্যাট করতে সুযোগ করে দিতে মাঠ ছাড়েন তারা।

ক্রিকেটে একজন ব্যাটসম্যান সব মিলেয়ে ১০ রকম ভাবে আউট হতে পারেন। তবে অদ্ভূত উপায়ে আউটের ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটে হাতে গোনা।

বেশিরভাগ ক্ষেত্রেই একটি ম্যাচে পরিচিত উপায়ে আউটের ঘটনাই দেখা যায়।

এর একটি রান আউট - ব্যাটসম্যান যদি ক্রিজে ঢোকার আগেই ফিল্ডাররা স্ট্যাম্পে বল লাগাতে পারে, তাহলে ব্যাটসম্যান রান আউট বিবেচিত হবেন।

স্ট্যাম্পড - একজন ব্যাটসম্যান যখন ব্যাট করার সময় ক্রিজের বাইরে চলে আসেন এবং উইকেট কিপার বল ধরে স্ট্যাম্পে লাগিয়ে দেন, তখন তিনি আউট বলে বিবেচিত হন। তবে বেল আগেই পরে গেলে ব্যাটসম্যান আউট নন। খুব দক্ষ উইকেটকিপার হিসেবে পরিচিতি আছে মাহেন্দ্র সিং ধোনি, অ্যাডাম গিলক্রিস্ট, মার্ক বাউচারের।

কট আউট - একজন ব্যাটসম্যান প্রতিপক্ষের হাতে ক্যাচের শিকার হতে পারেন।

ক্যাচ তিন রকমের - সাধারণ ফিল্ডারদের ক্যাচ, বিহাইন্ড দ্য উইকেট অর্থাৎ উইকেট কিপারের হাতে ক্যাচ এবং কট অ্যান্ড বোল্ড অর্থাৎ ব্যাটসম্যান যদি সরাসরি বোলারের হাতেই ক্যাচ তুলে দেন।

স্টাম্পিং করার একটি চেষ্টা
Getty Images
স্টাম্পিং করার একটি চেষ্টা

এলবিডব্লিউ হতে পারেন একজন ব্যাটসম্যান - স্ট্যাম্পের দিকে যেতে থাকা বল যদি ব্যাটসম্যান ব্যাট বা গ্লাভসের সাহায্য না নিয়ে পা, শরীর বা অন্য কোন সরঞ্জাম দিয়ে বল থামিয়ে দেন, তখন সেটি লেগ বিফোর উইকেট হিসেবে বিবেচিত হয়।

শুরুর দিকে ক্রিকেটে এই আউট ছিল না। তবে ক্রিকেটের আইন নিয়ে যারা কাজ করেন, তারা যখন বোঝেন যে ব্যাটসম্যান ব্যাটের সাহায্য ছাড়াও উইকেটে টিকে থাকতে পারেন কেবল পায়ের সাহায্য নিয়ে, তখন লেগ বিফোর উইকেটকে এক ধরণের আউট হিসেবে অন্তর্ভূক্ত করা হয়।

এলবিডব্লিউ এখন পর্যন্ত ক্রিকেটে সবচেয়ে আলোচিত আউট - নানা সময়ে এর নানা নিয়ম কানুনে পরিবর্তন আনা হয়েছে।

অন্যদিকে, আম্পায়াররাও নানা সময়ে এলবিডব্লিউ নিয়ে ভুল সিদ্ধান্ত দিয়ে বিতর্কের মুখে পড়েন।

তবে সবচেয়ে সহজ হচ্ছে বোল্ড উইকেট - বোলারের বলে ব্যাটসম্যান পরাস্ত হয়ে স্টাম্পে লাগলেই তিনি বোল্ড আউট বলে বিবেচিত হন।

English summary
Batsman can get out in some strange way in cricket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X