For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিপুল ভোটে জয়ী শেখ হাসিনা! ইতিহাস তৈরি করে তখতেই থেকে গেলেন 'লৌহমানবী'

বাংলাদেশ সাধারণ নির্বাচনে গোপালগঞ্জ -৩ আসন থেকে জয়ী হলেন শেখ হাসিনা।

Google Oneindia Bengali News

রবিবার (৩০ ডিসেম্বর) ছিল বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট গ্রহণ শেষে আপাতত গণনার পালা চলছে। এরই মধ্যে এবারের নির্বাচনে প্রথম জয়ী প্রার্থী হিসেবে সামনে এল আওয়ামী লীগের সভাপতি তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জ-৩ আসন থেকে তিনি নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়ী হয়েছেন বলে জানা গিয়েছে। গোপালগঞ্জ-৩ আসনটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মভূমি টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়া নিয়ে গঠিত।

বিপুল ভোটে জয়ী শেখ হাসিনা!

রবিবার সন্ধ্য়ায় বাংলাদেশ নির্বাচনে প্রথম জয়ী প্রার্থী হিসেবে শেখ হাসিনার নাম ঘোষণা করা হয়। গোপালগঞ্জের রিটার্নিং অফিসার বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন হাসিনা ২ লক্ষ ২৯ হাজার ৫৩৯টি ভোট পেয়েছেন। আর এই আসনে বিএনপিসহ বাকি ৪ প্রার্থী পেয়েছেন মাত্র ২০৮টি ভোট।

নিকটতম প্রতিদ্বন্দ্বী, ধানের শীষ চিহ্ন নিয়ে দাঁড়ানো, এস এম জিলানী পেয়েছেন মাত্র ১২৩টি ভোট। এছাড়া মহম্মদ মারুফ শেখ (হাতপাখা) ৭১, মহম্মদ উজির ফকির (সিংহ) ৪ ভোট, এনামুল হক (আপেল) ১০ ভোট পেয়েছেন।

ভোট গণনা পর্ব এখনও জারি রয়েছে। কয়েকটি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। আর বাদবাকি আস ট্রেন্ড মিলিয়ে আপাতত ৬২ আসনের মধ্যে আওয়ামী লীগ পাচ্ছে ৬১টি আসন। আর ১টি পাচ্ছে ঐক্যফ্রন্ট।

রবিবার সকাল ৮ থেকে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছিল। ভোটগ্রহণ পর্ব মোটের উপর শান্তিপূর্ণই ছিল। তবে বেশির ভাগ কেন্দ্রেই বিএনপিসহ বিরোধীরা এজেন্ট না দিতে পারার অভিযোগ করেছে। বিক্ষিপ্ত হিংসার ঘটনাও ঘটে কয়েকটি কেন্দ্রে। হিংসা ও সংঘর্ষের অভিযোগ এনে প্রায় ৫১টি আসনে বিরোধীরা ভোট বয়কটের ডাক দিয়েছিল।

English summary
Sheikh Hasina got a landslide victory from Gopalgonj-3 Seat in Bangladesh General Elections.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X