For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Chinese Spy Balloon: আমেরিকার আকাশে চিনের 'স্পাই বেলুন'! গুলি করতেও ভয় পেল ফোর্স

আমেরিকার আকাশে চাঞ্চল্যকর ঘটনা। হঠাত করেই একটি বেলুনকে ঘিরে তৈরি হয় চাঞ্চল্য। আর তা দেখা মাত্রই ছুটে যায় একাধিক যুদ্ধবিমান। কিন্তু গুলি করতে ভয় পেল আমেরিকা। কেন জানুন

  • |
Google Oneindia Bengali News

Chinese Spy Balloon in US Airspace: আমেরিকার আকাশে সন্দেহজনক বেলুন! আর সেই বেলুন ঘিরেই তীব্র চাঞ্চল্য। আমেরিকার দাবি, ওই বেলুনের মাধ্যমেই আমেরিকার উপর নজরদারি চালাচ্ছে চিন। পাশাপাশি পেন্টাগন রহস্যজনক ওই বেলুনটিকে Spy Balloon হিসাবেই দেখছে।

প্রকাশিত খবর অনুযায়ী, বেলুনটি আমেরিকার (America) উত্তর-পশ্চিম এলাকায় উড়ছিল। পেন্টাগনের দাবি, আমেরিকার উপর চিনা নজরদারি করতেই এহেন গুপ্তচর বেলুনের ব্যবহার করা হচ্ছে।

বিশেষ করে ওই রহস্যজনক (Chinese Spy Balloon) বেলুন যে এলাকায় উড়ছিল সেখানে স্পর্শকাতর এয়ারবেস রয়েছে (Airbase) বলেই খবর। এমনকি স্ট্রেটেজিক মিসাইল ভান্ডার সেখানে আছে বলেও খবর। তবে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

 সংবেদনশীল পারমাণবিক অস্ত্র সাইটগুলি পর্যবেক্ষণ করছিল।

সংবেদনশীল পারমাণবিক অস্ত্র সাইটগুলি পর্যবেক্ষণ করছিল।

সংবাদমাধ্যম এএফপিতে প্রকাশিত খবর অনুযায়ী, চিনের ওই গুপ্তচর বিমান সংবেদনশীল পারমাণবিক অস্ত্র সাইটগুলি পর্যবেক্ষণ করছিল। এক সেনা আধিকারিক জানিয়েছেন, আমেরিকার আকাশে গুপ্তচর বিমান দেখা মাত্রই গুলি করার কথা ভাবা হচ্ছিল। কিন্তু তা এই সিদ্ধান্ত থেকে তাঁরা পিছু হটতে বাধ্য হন বলে জানিয়েছেন ওই সেনা আধিকারিকরা। তাঁর দাবি, বেলুনটিকে গুলি করে নামানো হলে বহু মানুষ ক্ষতির মুখে পড়তে পারতেন। বিশেষ করে বেলুনটিতে কোনও তেজস্ক্রিয় পদার্থ থাকলে বড় ক্ষতি হতে পারে। আর সেই কারণেই গুলি করা হয়নি বলে খবর। তবে মার্কিন এয়ারফোর্সকে ঘটনার পরেই এলার্টে রাখা হয়।

কয়েকদিন আগেই ওই বেলুনটি নজরে আসে

কয়েকদিন আগেই ওই বেলুনটি নজরে আসে

অন্যদিকে আমেরিকার প্রতিরক্ষা দফতরের মুখপাত্র পিট রাইডার জানাচ্ছেন, এই ঘটনা নয়। গত কয়েকদিন আগেই ওই বেলুনটি নজরে আসে বলে জানিয়েছেন পিট। মূলত আমেরিকার উপর চরবৃত্তি করতেই সেটিকে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করা হয়েছে। বিভিন্ন এয়ারবেসগুলির বিষয়ে নজরদারি চিন চালাতেই এহেন কার্যকলাপ বলে দাবি করা হচ্ছে। তবে বেলুনের গতিবিধির উপর একেবারে কড়া নজরদারি রাখা হচ্ছে বলেও জানিয়েছেন প্রতিরক্ষা দফতরের মুখপাত্র। তাঁর স্পষ্ট বার্তা দেশের নাগরিকদের সুরক্ষার প্রশ্নে যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন তাই নেওয়া হবে।

বিস্ফোরক অভিযোগ

বিস্ফোরক অভিযোগ

আমেরিকার দাবি, চিনা বংশোদ্ভূতদের একাংশকে গুপ্তচরবৃত্তির কাজে লাগাচ্ছে বেজিং। বিশেষ করে যারা আমেরিকার নাগরিকত্ব নিয়েছে তাঁদেরকেই কাজে লাগানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে রহস্যজনক ওই বেলুনটিকে আমেরিকার কোন পরমাণু কেন্দ্রের উপর দিয়ে কত উচ্চতা দিয়ে উড়ছিল তা নিয়ে কোনও স্পষ্ট বার্তা আমেরিকার তরফে দেওয়া হয়নি। তবে এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

English summary
ballon from china spotted at the sky of US near nuclear Airbase
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X