For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মক্কায় হজে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত ৭১৯, আহত ৮০৫ জনের বেশি মানুষ

  • |
Google Oneindia Bengali News

মক্কা, ২৪ সেপ্টেম্বর : হজ চলাকালীন ফের মক্কায় ভয়াবহ দুর্ঘটনা। এবার মক্কার কাছে মিনা শহরে হজের সময় পদপিষ্ট হয়ে অন্তত ৭১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮০৫ জনের বেশি মানুষ। আহতদের মধ্যে দু'জন ভারতীয় রয়েছেন বলে জানা গিয়েছে। [ভায়গ্রা, যৌন তেল, পর্নোসামগ্রী, মাদক বহন না করতে নির্দেশিকা হজ যাত্রীদের]

সৌদি প্রশাসনের তরফে বলা হয়েছে, এবছরের হজ পালন করতে প্রায় ২ লক্ষ মানুষ এদিন জড়ো হন মক্কার অদূরে মিনা শহরে। এদিন ছিল ঈদ-অল-আধা। এদিনটি সবসময়ই বিপজ্জনক কারণ ওই একই জায়গায় লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে একই সময়ে প্রার্থনা করেন। [মক্কায় মূল মসজিদে ক্রেন ভেঙে মৃত ১০৭ হজযাত্রী]

মক্কায় হজে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ২২০, আহত ৪০০-র বেশি

জানা গিয়েছে, এখানে ধর্মীয় আচার পালন করার সময়ই পদপিষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। প্রশাসন জানিয়েছে, প্রতিবছরই এই সময়ে এই জায়গায় মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। এর আগেও বহুবার পদপিষ্ট হয়ে তীর্থযাত্রীরা মারা গিয়েছেন। এরপরে বহু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হলেও মৃত্যুমিছিল ঠেকানো যায়নি।

প্রসঙ্গত, এই মাসেরই প্রথম দিকে মক্কার মূল মসজিদের ভিতরে ক্রেন ভেঙে মর্মান্তিক এক দুর্ঘটনায় শতাধিক হজযাত্রীর মৃত্যু হয়। নিহতদের মধ্যে ২ জন ভারতীয়ও ছিলেন।

English summary
At least 220 people killed in stampede during Hajj outside Mecca
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X