For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অশরীরীর উপস্থিতি তিলে তিলে উপভোগ করতে হলে দেখতে হবে 'অ্যানাবেল'

'কনজিউরিং' সিরিজের সাম্প্রতিক ছবি 'অ্যানাবেল দ্যা ক্রিয়েশন",'কনজিউরিং' সিরিজের সেরা ছবি হওয়ার যোগ্যতা রাখে।

  • |
Google Oneindia Bengali News

ভৌতিক ছবিতে ভূত দেখার থেকে , ভূতের উপস্থিতির অনুভূতিকে তিলে তিলে উপভোগ করাই বেশি আকর্ষক। আর সেই দিক দিয়ে বিচার করতে গেলে 'কনজিউরিং' সিরিজে-এর ছবিগুলি সবচেয়ে বেশি রোমহর্ষক। যদিও অনেকেরই মত, তাকাশি শিমিজু পরিচালিত 'গ্রাজ' সিরিজটিও ভূতের ছবি হিসাবে আকর্ষক। হলিউডের এই দুই ধরণের ছবির সিরিজের ক্ষেত্রে কোনটা ভালো বা কোনটা খারাপ তা নিয়ে বিতর্ক লেগেই থাকে।

'কনজিউরিং' সিরিজের সাম্প্রতিক ছবি 'অ্যানাবেল দ্যা ক্রিয়েশন"-কে নিয়ে চলচ্চিত্রপ্রেমিক তথা ভূতের ছবি দেখতে আগ্রহী দর্শকদের মধ্যে কৌতূহল ছিলই। যেভাবে ছবিটিকে নির্মাণ করা হয়েছে, তা সহজেই 'কনজিউরিং' সিরিজের সেরা ছবি হওয়ার যোগ্যতা রাখে।

কাহিনি বিন্যাস

কাহিনি বিন্যাস

'অ্যানাবেল' ছবিটির প্রেক্ষাপট ১৯৪০ থেকে ৫০'এর দশকে। ছবির শুরুর থেকেই একটি অধিভৌতিক আবহ তৈরি করা হয় ছবির কাহিনিকে ঘিরে। দেখা যায় এক বাড়িতে কয়েকজিন অনাথ মেয়েকে পাঠানো হয়েছে। সেই বাড়িতেই অদ্ভুত রকমের আতঙ্কের ঘটনা ঘটছে। আর সবকিছুর নেপথ্যে মেলে সেই পুতুলটি। যে পুতুলটিকে ঘিরে কনজিউরিং সিরিজের বাকি ছবিগুলোর কাহিনি তৈরি হয়েছে। কিন্তু সেই পুতুলের আসল রহস্যের খোঁজ করতে হলে দেখতে হবে এই ছবি।

পরিচালনা

পরিচালনা

ডেভিড স্যান্ডবার্গ তাঁর এই ছবিতে প্রথম থেকেই যে আবহকে তৈরি করেছিলেন, তকে গোটা ছবিতে টান টান উত্তেজনায় আরও ভালো করে ব্যাখ্যা করেছেন। ভালো রকমের রহস্যে ঠাসা ভৌতিক এই কাহিনির পরত পরতে ব্যবহার করা হয়েছে বেশ কিছু প্রতীক। রঙের নানা ব্যবহারের মাধ্যমেও ছবির ভয়াবহতা ফুটিয়ে তোলা হয়েছে।

অভিনয়

অভিনয়


মিরান্দা ওট্টো, স্টেফনি সিগম্যান অভিনীত এই ছবিতে কাহানির দাপট এতটাই বেশি, যে তাতে অভিনয়ের সমস্ত সুযগকে নৈপুণ্যের সঙ্গে ব্যবহার করা সহজ। আর তাই করেছেন ছবির অভিনেতা অভিনেত্রীরা।

 'কনজিউরিং' সিরিজের সবচেয়ে ভয়ানক ছবি

'কনজিউরিং' সিরিজের সবচেয়ে ভয়ানক ছবি


এই ছবি কনডিউরিং সিরিজের সবচেয়ে বশি ভয়ঙ্কর ছবি হবে তা আগে থেকেই বলা হয়েছিল। ছবি মুক্তির পরও তা দেখা গেল। ছবির আবহ অনেক জায়গাতেই নাইট শ্যামালনের ঘরানার কথা মনে করিয়ে দেয়। ছবিতে ভীষণভাবে পরিণত লেগেছে পরিচালক ডেভিড স্যান্ডবার্গকে।

 সবশেষে

সবশেষে

ভূতের সিনেমা দেখা আগ্রহ থাকলেই এছবি দেখা উচিত। যেভাবে সারা ছবিতে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করা হয়েছ, তাতে এই বিষয়ে আগ্রহী না হলে তাঁর কাছে ছবি ভালো নাও লাগতে পারে।

English summary
As in most horror movies, sound is a vital – but also carelessly abused – part of Annabelle: Creation, the sequel/prequel to the sequel/prequel of the first Conjuring movie. But it is, however, a fine film with which to conduct this experiment, because it relies more on atmosphere and symbolism, unlike most mainstream scary movies, and isn’t nearly as chatty as them.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X