For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৮০ শতাংশের বেশি মানুষ এশিয়ার এই দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন! নতুন আশার বার্তা

৮০ শতাংশের বেশি মানুষ এশিয়ার এই দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন! নতুন আশার বার্তা

  • |
Google Oneindia Bengali News

একদিকে শুধুই মৃত্যু মিছিল আর হাহাকারের ছবি। আর অন্যদিকে এশিয়ার এক দেশ করোনার যুদ্ধ প্রায় কাটিয়ে উঠে স্বাভাবিক ছন্দে। কথা হচ্ছে দক্ষিণ কোরিয়ার। যেখানে অন্য সমস্ত দেশ করোনার আবহে লকডাউনের মধ্যে আবদ্ধ। সেখানে দক্ষিণ কোরিয়া নতুন পথ দেখাচ্ছে।

 কোয়ারেন্টাইন মুক্ত কতজন?

কোয়ারেন্টাইন মুক্ত কতজন?

দক্ষিণ কোরিয়া জানিয়েছে, ১০ হাজারের বেশি আক্রান্তের মধ্যে ৮৭১৭ জন করোনার থাবা কাটিয়ে সুস্থ হয়ে উঠছেন দেশে। আর এঁরা সকলেই হাসপাতালের কোয়ারেন্টাইন ছাড়িয়ে বাড়িতে চলে যাচ্ছেন। ১০,৭২৮ জনের মধ্যে দক্ষিণ কোরিয়ায় মৃতের সংখ্যা ২৪২ জন।

 প্রতিদিনের হিসাবেও করোনার আক্রমণে কমতি

প্রতিদিনের হিসাবেও করোনার আক্রমণে কমতি

করোনার আক্রমণ প্রতিদিনের হিসাবে ২০ জনের নিচে নেমে গিয়েছে দক্ষিণ কোরিয়ায়। সবচেয়ে কম ৮ জন আপাতত রিপোর্ট হয়েছে। গত শনিবার থেকে রবিবারের মধ্যে সারা দেশে ১০ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে।

 তবে সংশয় যাচ্ছে না!

তবে সংশয় যাচ্ছে না!

তবে এমন পরিস্থিতিতেও দক্ষিণ কোরিয়া ঘিরে সংশয় যাচ্ছে না। তারা মনে করছে দেশে এখনও নিস্তেজভাবে রয়ে গিয়েছে করোনার নীরব 'স্প্রেডার'। আর এই রোগ ছড়িয়ে দেওয়া মানুষদের থেকেই আপাতত আতঙ্কে দক্ষিণ কোরিয়া।

 নির্বাচনে সাফল্য

নির্বাচনে সাফল্য

বিশ্বের বাকি অংশে যখন লকডাউনের জেরে অর্থনৈতিক কাজকর্ম বন্ধ রয়েছে, তখন দক্ষিণ কোরিয়ায় দাপটে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন। নির্দিষ্ট সোশ্যাল ডিসটেন্সিং মেনেই তা হয়েছে।

মাথার যন্ত্রণা বা গায়ে ব্যথাও করোনার উপসর্গ! কোভিড ১৯ -এর নতুন ৬ টি লক্ষণ নিয়ে বড়সড় বার্তা মাথার যন্ত্রণা বা গায়ে ব্যথাও করোনার উপসর্গ! কোভিড ১৯ -এর নতুন ৬ টি লক্ষণ নিয়ে বড়সড় বার্তা

English summary
80 per cent of South Korea's patients are recovering ,huge recovery rate
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X