For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বালাকোটে মরেছে অন্তত ৩০০ জঙ্গি, এতদিনে ফাঁস করলেন খোদ পাক কূটনীতিবিদ

  • |
Google Oneindia Bengali News

২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে পুলওয়ামা জঙ্গি হামলার বদলা নিতে ভারতীয় সেনা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে বালাকোট এয়ার স্ট্রাইক করেছিল। তাতে অন্তত ৩০০ জন জঙ্গি মারা গিয়েছে বলে সেদেশের টেলিভিশন মাধ্যমে খবর প্রচারিত হয়েছে। এক পাকিস্তানি কূটনীতিবিদ টিভি ক্যামেরার সামনে এই তথ্য স্বীকার করে নিয়েছেন বলে জানা গিয়েছে।

স্বীকার এয়ার স্ট্রাইকের কথা

স্বীকার এয়ার স্ট্রাইকের কথা

প্রাক্তন এই পাকিস্তানি কূটনীতিবিদের নাম আগা হিলাহি। যিনি পাকিস্তানি সেনা নিয়ে নানা বিষয়ে টেলিভিশনে নানা বিতর্কে অংশ নেন। সেখানেই তিনি এক টেলিভিশন মাধ্যমে স্বীকার করেছেন যে ৩০০ জন জঙ্গি ভারতের হামলায় মারা গিয়েছে।

বিপাকে পাকিস্তান

বিপাকে পাকিস্তান

প্রায় দুই বছর আগে হওয়া সেই এয়ার স্ট্রাইকের পরই পাকিস্তান সারা বিশ্বের সামনে তাদের মুখ বাঁচাতে এমন কোনও ঘটনা ঘটেনি বলে প্রথমে জানিয়েছিল। ভারতের বায়ুসেনা জইশ-ই-মহম্মদের জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে হামলার পর এই ঘটনাকে নিয়ে ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছিল পাকিস্তান। এয়ার স্ট্রাইকের কথা কার্যত স্বীকার করলেও সেভাবে কোনওদিন কোনও জঙ্গি মারা যাওয়ার খবরকে পাকিস্তান সত্যি বলে মেনে নেয়নি।

ভারতের বদলা

ভারতের বদলা

কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের কনভয়ে হামলা চালিয়েছিল পাকিস্তান থেকে নির্দেশ পাওয়া জঙ্গিরা। জইশ-ই-মহম্মদ এই হামলার নেপথ্যে ছিল। সেই হামলার কয়েকদিনের মধ্যেই ভারত পাল্টা এয়ার স্ট্রাইক করে জঙ্গি লঞ্চ প্যাড গুড়িয়ে দিয়েছিল।

প্রথম সার্জিক্যাল স্ট্রাইক

প্রথম সার্জিক্যাল স্ট্রাইক

তার আগে কাশ্মীরের উরিতে সেনা ক্যাম্পে ২০১৬ সালে হামলা চালিয়েছিল পাকিস্তানি জঙ্গিরা। সেই হামলার পরপরই সেপ্টেম্বর মাসে ভারতীয় সেনা প্রথমবার সীমান্ত পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করে সীমান্তের ওপারে থাকা পাকিস্তানি জঙ্গি লঞ্চ প্যাড ধ্বংস করে বহু জঙ্গিকে মেরে ফিরে আসে ভোরের আলো ফোটার আগেই। তারপর ২০১৯ সালে এই এয়ার স্ট্রাইক হয়। যার পরিণামের কথা শেষ অবধি ফাঁস হয়েই গেল খোদ পাকিস্তানি কূটনীতিবিদের মাধ্যমে।

English summary
300 terrorist lost lives in Balakot Air Strike, claims Pakistani diplomat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X