ফের পাঞ্জাবের মোগা, এবার এক মহিলাকে গণধর্ষণ
মোগা, ১ মে : ধর্ষণের রাজধানী বলে পরিচিত দিল্লিকেও ছাপিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে পাঞ্জাব। বুধবার রাতে এক কিশোরী নিজের সম্ভ্রম বাঁচাতে বাস থেকে ঝাঁপ দিয়ে নিহত হন। যা নিয়ে ইতিমধ্যেই গতকাল থেকে খবরের শীরোনামে রয়েছে পাঞ্জাবের মোগা শহর।
নির্ভয়া কাণ্ডের পুনরাবৃত্তি : সম্ভ্রম বাঁচাতে বাস থেকে ঝাঁপ, পাঞ্জাবে মৃত কিশোরী
তার উপরে এই মোগাতেই গতকাল এক মহিলা গণধর্ষণের অভিযোগ এনেছে তাঁরই এক বন্ধুর স্বামীর বিরুদ্ধে। আক্রান্ত মহিলার অভিযোগ, বুধবার তিনি এক পুরুষ বন্ধুকে নিয়ে ওই মহিলা বন্ধুর বাড়ি যান। সেখানেই ওই মহিলার স্বামী তাঁকে জোর করে একটি পরিত্যক্ত বাড়িতে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। মহিলার অভিযোগ, ওই পুরুষটির সঙ্গে আরও ১০-১২ জন ছিল। সবাই মিলে তাঁকে গণধর্ষণ করেছে।

নিগৃহীতার অভিযোগ পেয়ে মোগা হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর মেডিক্যাল টেস্ট করা হয়। সেখানে ধর্ষণের প্রমাণ মিলেছে। এরপরই গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয় নিগৃহীতা মহিলার বন্ধু, তার স্বামী ও অপর ১০ অনামী অভিযুক্তদের নামে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ধর্ষিতা মহিলার বন্ধুটিকেও বেধড়ক মেরেছে দুষ্কৃতরা। তাঁকেও গুরুতর যখম অবস্থায় মোগা হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
প্রসঙ্গত, বুধবার রাতে এই মোগা শহরেই মোগা-ভাটিন্ডা সড়কের ওপর দিয়ে একটি শীতাতপ-নিয়ন্ত্রিত বাসে করে যাচ্ছিলেন বছর ৩৫-এর শিনদর কৌর ও তাঁর ১৪ বছরের মেয়ে আরশদীপ কৌর। সঙ্গে ছিল ওই মহিলার কিশোর ছেলে আকাশদীপ কৌর। অভিযোগ, বাসের মধ্যেই কয়েকজন যুবক তাঁদের উদ্দেশ্যে কটূক্তি করে। চালককে বাস থামাতে বললে সে গতি আরও বাড়িয়ে দেয়। ফলে নিজেদের সম্ভ্রম বাঁচাতে চলন্ত বাস থেকে ঝাঁপ দেয় মা ও মেয়ে। এর মধ্যে মা বেঁচে গেলেও মেয়েটি মারা গিয়েছে।