For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেপালের নাগরিক পরিচয় দিয়ে দিল্লিতে ঘাঁটি চিনা মহিলা গুপ্তচরের! ফাঁস দিল্লি পুলিশের

বড় সাফল্য দিল্লি পুলিশের। মাজনুন কা টিলা এলাকা থেকে এক চিনা নাগরিককে গ্রেফতার করল দিল্লি স্পেশাল সেল (Delhi Police Special Cell)। ভারতে বসে গুপ্তচর বৃত্তি (Chinese Female Spy) করার অভিযোগ ওই মহিলার বিরুদ্ধে।

  • |
Google Oneindia Bengali News

Chinese Female Spy Arrested in Delhi: বড় সাফল্য দিল্লি পুলিশের। মাজনুন কা টিলা এলাকা থেকে এক চিনা নাগরিককে গ্রেফতার করল দিল্লি স্পেশাল সেল (Delhi Police Special Cell)। ভারতে বসে গুপ্তচর বৃত্তি (Chinese Female Spy) করার অভিযোগ ওই মহিলার বিরুদ্ধে।

শুধু তাই নয়, নিজেকে নেপালের বাসিন্দা বলে দাবি করে ওই মহিলা। কিন্তু সে নেপালের ভাষার কিছু জানে না বলে জানতে পেরেছে তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যে ৫০ বছর বয়সী ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে খবর। শুধু তাই নয়, দফায় দ্ফায় ী মহিলাকে জেরা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। তাঁকে জেরা করে একাধিক বিষয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

নেপালের নাগরিক হিসাবে দিয়েছিলেন পরিচিতি

নেপালের নাগরিক হিসাবে দিয়েছিলেন পরিচিতি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই চিনা গুপ্তচরের (Chinese Female Spy) নাম Cai Ruo বলে জানা গিয়েছে। নেপালের বাসিন্দা Dolma Lama নামে দিল্লির ওই এলাকাতে বসবাস করত সে। এমনকি তাঁর বাড়ি কাঠমন্ডুতে বলেও দাবি করেছিল সে। জানা যাচ্ছে, ২০১৯ সালে চিনা পাসপোর্ট নিয়ে ভারতে এসেছিল সে। গোটা বিষয়টি এজেন্সির নজরে চলে এসেছিল। ইতিমধ্যে 120 B, 419, 420, 467, 474 এবং ১৪ ফরেন অ্যাক্টে একাধিক মামলা রুজু করেছে দিল্লি পুলিশ। দফায় দফায় ওই মহিলাকে জেরা শুরু করেছে তদন্তকারীরা।

বৌদ্ধ সন্ন্যাসী হিসাবে নিজেকে পরিচয় দিয়েছিল

বৌদ্ধ সন্ন্যাসী হিসাবে নিজেকে পরিচয় দিয়েছিল

দিল্লি পুলিশ জানাচ্ছে, গত তিন বছর ধরে ওই মহিলা দিল্লিতে ছিল। একজন নেপালি বৌদ্ধ সন্ন্যাসী হিসাবে নিজেকে পরিচয় দিয়েছিলেন ওই মহিলা। তবে জেরাতে বেশ কিছু চাঞ্চল্যকর তিথ্য পেয়েছেন তদন্তকারীরা। জানা যাচ্ছে, ২০১৯ সালে চিনা পাসপোর্টে ভারতে আসলেও ফিরে গেছিল সে। এরপর নেপালে ফের আসে। এরপর Dolma Lama নামে সমস্ত কাগজ বানায় সে। এরপর সড়ক পথে সে ফের ভারতে ঢোকে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।

 মহিলাকে জেরা শুরু করা হয়েছে

মহিলাকে জেরা শুরু করা হয়েছে

ইতিমধ্যে পই মহিলাকে জেরা শুরু করা হয়েছে। এমনকি মিনিটারি ইন্টালিজেন্স সহ একাধিক এজেন্সিও ওই চিনা মহিলাকে জেরা করবেন বলে খবর। জানা যাচ্ছে, ওই মহিলা চিনের হেনান প্রদেশের বাসিন্দা। বলে রাখা প্রয়োজন, গালওইয়ান সংঘাতের পর থেকে ভারতের সঙ্গে চিনের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। এমনকি সীমান্তে ভারত এবং চিনের সেনার কার্যকলাপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এও অবস্থায় ভারতের মটি থেকে চিনা গুপ্তচরের গ্রেফতারি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

৭৫শতাংশ কর্মীকে ছেটে ফেলা হচ্ছে টুইটার থেকে? রইল Elon Musk-এর মারাত্মক পরিকল্পনা ৭৫শতাংশ কর্মীকে ছেটে ফেলা হচ্ছে টুইটার থেকে? রইল Elon Musk-এর মারাত্মক পরিকল্পনা

English summary
woman from China arrested from Delhi for anti-national activities
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X