For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত প্রধানমন্ত্রী! কেন মোদীকে এই সম্মান

রবিবার বিকেলে প্রথম লতা দীননাথ মঙ্গেশকর (Lata Deenanath Mangeshkar ) পুরস্কার (award) গ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। যা গ্রহণ করতে প্রধানমন্ত্রী গিয়েছিলেন মুম্বইয়ে। মাস্টার দীননাথ মঙ্গেশকর স

  • |
Google Oneindia Bengali News

রবিবার বিকেলে প্রথম লতা দীননাথ মঙ্গেশকর (Lata Deenanath Mangeshkar ) পুরস্কার (award) গ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। যা গ্রহণ করতে প্রধানমন্ত্রী গিয়েছিলেন মুম্বইয়ে। মাস্টার দীননাথ মঙ্গেশকর স্মৃতি প্রতিষ্ঠান চ্যারিটেবল ট্রাস্টের তরফে জানানো হয়েছে, জাতি ও সমাজের নিঃস্বার্ত সেবার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

মোদী আন্তর্জাতিক রাষ্ট্রনায়ক

এক বিবৃতিতে মাস্টার দীননাথ মঙ্গেশকর ট্রাস্ট বলেছে, নরেন্দ্র মোদী একজন আন্তর্জাতিক রাষ্ট্রনায়ক, যিনি ভারতকে বিশ্ব নেতৃত্বের পথে নিয়ে গিয়েছেন। প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে ট্রাস্ট বলেছে, আমাদের প্রিয় জাতির প্রতিটি দিকে যে দর্শনীয় অগ্রগতি হয়েছে, তা মোদীর দ্বারাই চালিত এবং অনুপ্রাণিত। আমাদের মহান জাতির হাজার বছরের গৌরবময় ইতিহাসে তিনি সর্বশ্রেষ্ঠ নেতাদের একজন, বলেছে মাস্টার দীননাথ মঙ্গেশকর ট্রাস্ট।

লতা মঙ্গেশকরের সম্মানে পুরস্কার

লতা মঙ্গেশকরের সম্মানে পুরস্কার

দেশের কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকরের স্মৃতি ও সম্মানে লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার চালু করা হয়েছে। এইবছরের ৬ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে তিনি প্রয়াত হন। মাস্টার দীননাথ মঙ্গেশকর ট্রাস্টের বিধি অনুসারে প্রতিবছর একজন ব্যক্তিকে পুরস্কার দেওয়া হবে। যিনি দেশ, জনগণ এবং সমাজের জন্য দর্শনীয় এবং অনুকরণীয় অবদান রেখেছেন, তাঁকেই এই পুরস্কার দেওয়া হবে। অন্যদিকে ২৪ এপ্রিল দিনটি সাম্টার দীননাথ মঙ্গেশকরের ৮০ তম মৃত্যু বার্ষিকীও।

পুরস্কার দেশের নাগরিকদের উদ্দেশ্যে উৎসর্গ

প্রধানমন্ত্রী মোদী এদিন বিকেল ৪.৪৫ নাগাদ মুম্বই পৌঁছন। আর পুরস্কার পাওয়ার পরে তিনি তা দেশের নাগরিকদের উদ্দেশে উৎসর্গ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সঙ্গী মাতৃত্ব ও ভালবাসার অনুভূতি দেয়। তিনি বলেন, দেশের মানুষ ভাগ্যবান যে সবাই সঙ্গীতের শক্তি লতা দিদির রূপে দেখেছেন। সঙ্গীতই লতা দিদিকে দেশপ্রেম এবং কর্তব্যের শিখরে নিয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, সঙ্গীতের সম্রাজ্ঞী হওয়ার পাশাপাশি লতা দিলি তাঁর বড় বোন ছিলেন। তিনি (লতা দিদি) প্রজন্মের জন্য ভালবাসা এবং আবেগের উপহার দিয়েছেন। লতা দিদির কাছ থেকে বোনের ভালবাসা পাওয়ার চেয়ে বড় সৌভাগ্য আর কী হতে পারে বলেছেন মোদী।

শেষকৃত্যে উপস্থিত ছিলেন মোদীও

শেষকৃত্যে উপস্থিত ছিলেন মোদীও

প্রসঙ্গত ৬ ফেব্রুয়ারি লতা মঙ্গেশকরের শেষকৃত্যে মুম্বইয়ের শিবাজি পার্কে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদীও। প্রধানমন্ত্রী বলেছিলেন, লতা মঙ্গেশকর চলচ্চিত্রের বাইরেও সর্বদা দেশের বৃদ্ধি সম্পর্কে ইৎসাহী ছিলেন। তিনি সবসময় শক্তিশালী এবং উন্নত ভারত দেখতে চেয়েছিলেন।

৫ হাজার কোটির তছরুপে অভিযুক্তের থেকে কী আর আশা করা যায়? চাপ দিয়ে ছবি কেনা বিতর্কে প্রতিক্রিয়া কংগ্রেসের৫ হাজার কোটির তছরুপে অভিযুক্তের থেকে কী আর আশা করা যায়? চাপ দিয়ে ছবি কেনা বিতর্কে প্রতিক্রিয়া কংগ্রেসের

English summary
Why first Lata Deenanath Mangeshkar Award is given to PM Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X