For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আংশিক সূর্যগ্রহণ কি, এই গ্রহণের কারণে কোথায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে?

  • |
Google Oneindia Bengali News

জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেকটি গ্রহণেরই একটি বিশেষ গুরুত্ব রয়েছে। তবে কোন গ্রহনই কিন্তু বিশেষ শুভ হয় বলে মনে করা হয় না। চলতি বছরের শেষ এবং দ্বিতীয় সূর্য গ্রহন আজ অর্থাৎ ২৫ অক্টোবর ঘটবে। আজ দেশের কয়েকটি জায়গা থেকে আংশিক সূর্যগ্রহণ দেখতে পাবেন সাধারণ মানুষ। আজকের পর এই আংশিক সূর্যগ্রহণ দেশ থেকে মানুষ ১০ বছর দেখতে পাবেন। এই সূর্য গ্রহণ খুব বিরল।

আংশিক সূর্যগ্রহণ কি

আংশিক সূর্যগ্রহণ কি

তবে কি এই আংশিক সূর্যগ্রহণ? বলা হয় যে সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না, সেই সময়ে সূর্যকে আমরা অর্ধচন্দ্রাকার আকারে দেখতে পাই। যায়। সূর্যের একটি অংশ অন্ধকার ছায়ায় ঢেকে যায়, তাকেই বলে আংশিক সূর্য গ্রহণ বলে। তবে এই সময় সূর্য গ্রহণের তিনটি পর্যায়ে কাজ করে সেটি হল একটি শুরু একটি পুরোপুরি পৌঁছে যাওয়া এবং একটি শেষ পর্যন্ত যাওয়া। প্রথম সূর্য গ্রহণ ঘটেছিল ৩০ এপ্রিল আর বছরের শেষ সূর্যগ্রহণটি ঘটবে অক্টোবর মাসের ২৫ তারিখ।

কবে আবার এই বিরল সূর্যগ্রহণ ঘটবে

কবে আবার এই বিরল সূর্যগ্রহণ ঘটবে

আজকের পর ভারত থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে ২০৩১ সালের ২১ মে। সেই সূর্যগ্রহণটি হবে বৃত্তাকার। ২০৩১ সালের ৩ বছর পর অর্থাৎ ২০৩৪ সালের ২০ মার্চ ভারত থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। কাশ্মীর থেকেও কিন্তু সেটি খুব ভালোভাবে দেখা যাবে।

 এতে আপনার চোখের ক্ষতি হতে পারে

এতে আপনার চোখের ক্ষতি হতে পারে

যেকোনোও গ্রহন দেখার সময়ে খুব সতর্ক এবং সচেতন থাকা দরকার। না হলে শরীরের উপর নানারকম প্রভাব পড়তে পারে, এতে মানুষের জীবনে অনেক ক্ষতি পর্যন্ত হয়। সূর্যগ্রহণ দেখার সময় কখনোই খালি চোখে দেখবেন না। কারণ সূর্যের রশ্মি চোখের অনেক ক্ষতি করতে পারে। তা আপনার জন্য ভীষণ মারাত্মক হয়ে উঠতে পারে।

সূর্যগ্রহণ দেখতে এগুলি ব্যবহার করুন

সূর্যগ্রহণ দেখতে এগুলি ব্যবহার করুন

যদি আপনাকে সূর্যগ্রহণ দেখতেই হয় তাহলে সৌর ফিল্টার বা সৌর চশমা ব্যবহার করতে পারেন। কারণ এই চশমা বা ফিল্টার পলিমার বা অ্যালুমিনিজড মাইলারের মতন উপাদান দিয়ে তৈরি, যেটি আপনার সূর্যের রশ্মি থেকে চোখকে বাঁচাবে এবং চোখকে রক্ষা করবে। তাই এটি দিয়ে সূর্যগ্রহণ দেখলেই আপনার চোখের কোনও ক্ষতি হবে না।

 এই সময়ে গাড়ির হেডলাইট জ্বালুন

এই সময়ে গাড়ির হেডলাইট জ্বালুন

বলা হয় যখন সূর্যগ্রহণ চলবে তখন অবশ্যই রাস্তায় গাড়ি চালালে গাড়ির হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালান। এতে আপনার কোন বিপদের সম্মুখীন হতে হবে না।

কোথায় ছুটি ঘোষণা করা হয়েছে

কোথায় ছুটি ঘোষণা করা হয়েছে

এই সূর্য গ্রহণের কারণে অর্থাৎ ২৫ অক্টোবর ওড়িশা সরকার সমস্ত জায়গার ছুটি ঘোষণা করেছে। তার মধ্যে রয়েছে সরকারি অফিস, স্কুল, কলেজ, যে কোন শিক্ষাপ্রতিষ্ঠান, আদালত, ব্যাংক ছাড়া আরও বড় বড় জায়গায় মঙ্গলবার সব জায়গায় ছুটি ঘোষণা করা হয়েছে।

এই মন্দির এই সময়ে বন্ধ থাকবে

এই মন্দির এই সময়ে বন্ধ থাকবে

চলতি বছরের শেষ সূর্যগ্রহণ এর কারণে ভগবান ভেঙ্কটেশের মন্দির যেটি তিরুপতিতে অবস্থিত, সেটি ১২ ঘন্টা বন্ধ থাকবে। মন্দিরের এক আধিকারিক জানিয়েছেন, সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত খোলা থাকবে। তারপর আবার মন্দিরের দরজা সন্ধে সাড়ে ৭ টা পর্যন্ত বন্ধ থাকবে। সেই সময় কোনও ভক্ত মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন না।

সূর্যগ্রহণের সময় খাবারে দেওয়ার জন্য আজকে তুলসী পাতা ছিঁড়লে তা মহাপাপ বলে বিবেচিত হবেসূর্যগ্রহণের সময় খাবারে দেওয়ার জন্য আজকে তুলসী পাতা ছিঁড়লে তা মহাপাপ বলে বিবেচিত হবে

English summary
what is a partial solar eclipse when will venkateswara temple be open today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X