For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খুনিদের দেখে নেব, আরিয়া কলানির বৃক্ষ নিধন নিয়ে হুঙ্কার শিবসেনার

সামনেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। তার মধ্যেই এর মত বিরোধ প্রকাশ্যে এসে পড়ল বিজেপি-শিবসেনার। আরিয়া কলোনির বৃক্ষনিধন কাণ্ডের প্রতিবাদীদের পাশে দাঁড়িয়ে মহারাষ্ট্রের বিজেপি সরকারকে রীতিমত হুশিয়ারি

Google Oneindia Bengali News

সামনেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। তার মধ্যেই এর মত বিরোধ প্রকাশ্যে এসে পড়ল বিজেপি-শিবসেনার। আরিয়া কলোনির বৃক্ষনিধন কাণ্ডের প্রতিবাদীদের পাশে দাঁড়িয়ে মহারাষ্ট্রের বিজেপি সরকারকে রীতিমত হুশিয়ারি দিলেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। ক্ষমতায় এলে এই বৃক্ষনিধনকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন তিনি। উদ্ধব বলেছেন, এই খুনিদের দেখে নেব।
ভোট রাজনীতির রং চড়তে শুরু করেছে আরিয়া কলোনির বৃক্ষনিধন বিরোধী আন্দোলনে। যার শুরুটা করলেন উদ্ধব ঠাকরে। তিনি দাবি করেছেন, এবার মহারাষ্ট্রে সরকার আসবে শিবসেনারই। আর ক্ষমতা হাতে পেয়েই আগে তাঁর সরকার বৃক্ষনিধনকারীদের বিরুদ্ধে পদক্ষেপ করবে বলে ভোট প্রতিশ্রুতি গিয়েছেন ঠাকরে।
এদিন সকালেই টুইট করে আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।

খুনিদের দেখে নেব, আরিয়া কলানির বৃক্ষ নিধন নিয়ে হুঙ্কার শিবসেনার

ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২৯ জন আন্দোলনকারীকে। তাঁদের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে বোরিভেলি আদালত। তারই প্রতিবাদে সরব হয়েছেন শিবসেনার হাইপ্রোফাইল প্রার্থী উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে। আন্দোলনকারীদের গ্রেফতারির প্রতিবাদে সোচ্চার হয়েছেন আদিত্য। প্রিয়াঙ্কা চতুর্বেদীকে আটক করার ভিডিও টুইট করে আদিত্য লিখেছেন, যাঁরা পরিবেশ রক্ষা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে এতো বড় কথা বলেন, তাঁরাই আরিয়া কলোনিতে রাতের অন্ধকারে বৃক্ষনিধন যজ্ঞ চালাচ্ছেন। আবার প্রতিবাদীদের গ্রেফতারও করছেন।
পরে আবার একটি টুইট করে আদিত্য ঠাকরে ফড়নবীশ সরকারের কাছে আরিয়া কলোনির বৃক্ষনিধনের কাজ বন্ধ করার অনুরোধ করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে মেট্রো রেলের কারশেড তৈরির জন্য এই বৃক্ষনিধন করা হচ্ছে। যা কোনওভাবেই মেনে নিতে রাজি নন পরিবেশ কর্মীরা। এই নিয়ে আদালতেও অভিযোগ জানিয়েছিল একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা। কিন্তু সেই আবেদন আদালতে খারিজ হয়ে যায়। এদিকে পরিবেশমন্ত্রী প্রকাশ জাভড়েকরও এই বৃক্ষনিধনের সমর্থনে কথা বলেছেন। অথচ কয়েকদিন আগেই রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সামিটে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবেশ রক্ষা নিয়ে বক্তব্য রেখেছেন।

English summary
We will deal with the murderers of Aarey forest in the best possible manner says Thackeray
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X