For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশ ছাড়ার আগে বর্ষীয়ান বিজেপি নেতার সঙ্গে সাক্ষাৎ মাল্যের! লন্ডনে বিস্ফোরক রাহুল

দেশ ছাড়ার আগে বিজয় মাল্য বিজেপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। লন্ডনে এমনটাই দাবি করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। যদিও তিনি, নাম জানাতে অস্বীকার করেছেন।

  • |
Google Oneindia Bengali News

দেশ ছাড়ার আগে বিজয় মাল্য বিজেপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। লন্ডনে এমনটাই দাবি করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। যদিও তিনি, নাম জানাতে অস্বীকার করেছেন। ব্যাঙ্ক প্রতারণা করে দেশ থেকে পালিয়ে যাওয়াদের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর সরকার নরম ব্যবহার করছে বলেও অভিযোগ করেছেন কংগ্রেস সভাপতি।

দেশ ছাড়ার আগে বর্ষীয়ান বিজেপি নেতার সঙ্গে সাক্ষাৎ মাল্যের! লন্ডনে বিস্ফোরক রাহুল

রাহুল গান্ধী বলেছেন, দেশ ছাড়ার আগে মাল্য সিনিয়র বিজেপি নেতার সঙ্গে দেখা করেছিলেন। যা প্রমাণ হিসেবে রয়েছে। কিন্তু তিনি তাদের নাম বলবেন না বলে জানিয়েছেন রাহুল।

দেশে প্রায় ৯ হাজার কোটি ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্ত বিজয় মাল্য ২০১৬-র মার্চ থেকে লন্ডনে রয়েছেন।

দেশের বিভিন্ন তদন্তকারী সংস্থা বিজয় মাল্যকে দেশে ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। । সিবিআই-এর তরফে ব্রিটেনের কাছে মাল্যকে প্রত্যর্পণের জন্যও অনুরোধ করা হয়েছে। কিন্তু বিজয় মাল্য সেই নুরোধকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, ভারতের জেলগুলিতে পর্যাপ্ত আলো-বাতাস ঢোকে না। পরিবর্তে সিবিআই মুম্বইয়ের আর্থার রোড জেলের ১২ নম্বর ব্যারাকের ভিডিও পেশ করেছে আদালতে। বিজয় মাল্যকে দেশে ফিরিয়ে আনা গেলে সেখানেই রাখার পরিকল্পনা করা হয়েছে।

এ-সম্পর্কে মন্তব্য করতে গিয়ে রাহুল গান্ধী বলেছেন, ভারতের জেলগুলি কঠিন জায়গা। তবে বিজয় মাল্যের মতো অভিযুক্তরা যাতে বাড়তি সুবিধা না পায় তা দেখতে হবে। রাহুলের অভিযোগ মোদী সরকার শুধু বিজয় মাল্যের প্রতিই নরম নয়, নীরব মোদী, মেহুল চোকসহির প্রতিও নরম।

রাহুল গান্ধীর আরও অভিযোগ, নীরব মোদী, মেহুল চোকসহির সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক রয়েছে।

English summary
Vijay Mallya met BJP leaders before fleeing India, Rahul Gandhi claimed in London
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X