For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজয় মাল্য, মোদী এবং মেহুল চোকসির থেকে ব্যাঙ্কগুলি মোট ১৮ হাজার কোটি পেয়েছে!

দেশের একাধিক ব্যাঙ্কের টাকা মেরে পালিয়েছে বিজয় মালিয়া (Vijay Mallya), নীরব মোদী (Nirav Modi) এবং মেহুল চোকসি'র ((Mehul Choksi) মতো শিল্পপতিরা। যদিও এই সমস্ত ঋণখেলাফি ব্যক্তিদের দেশে ফেরাতে সবরকম চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয়

  • |
Google Oneindia Bengali News

দেশের একাধিক ব্যাঙ্কের টাকা মেরে পালিয়েছে বিজয় মালিয়া (Vijay Mallya), নীরব মোদী (Nirav Modi) এবং মেহুল চোকসি'র ((Mehul Choksi) মতো শিল্পপতিরা। যদিও এই সমস্ত ঋণখেলাফি ব্যক্তিদের দেশে ফেরাতে সবরকম চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার।

থেকে ব্যাঙ্কগুলি মোট ১৮ হাজার কোটি পেয়েছে!

শুধু তাই নয়, যত দ্রুত সম্ভব তাঁদের কাছ থেকে টাকা উদ্ধার করতেও চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু নানা ভাবে কার্যত পিছু হটছে তদন্তকারী সংস্থাগুলি। আর এর মধ্যেই চাঞ্চল্যকর তথ্য সামনে আসল।

18,000 কোটি টাকা পেয়েছে ব্যাঙ্ক

কেন্দ্রীয় সরকারের তরফে আজ বুধবার সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। এক মামলায় তিনি জানিয়েছেন, বিজয় মাল্য, নীরব মোদী এবং মেহুল চোকসির থেকে ব্যাঙ্কগুলিকে এখনও পর্যন্ত মোট ১৮ হাজার কোটি টাকা মেটানো হয়েছে। ব্যাঙ্কের বকেয়া না মেটানো এবং প্রতারণার দায়ে অভিযুক্ত তিন পলাতক শিল্পপতির সম্পত্তি নিলাম করে এই অর্থ উদ্ধার হয়েছে বলেও জানানো হয়েছে কেন্দ্রের তরফে।

4,700 টি মামলার তদন্ত চলছে-

কেন্দ্রের তরফে এদিন তুষার মেহতা বলেন ইডি 4,700টি মামলার তদন্ত করছেন। এছাড়াও সিবিআইয়ের তরফেও বিভিন্ন মামলার তদন্ত হচ্ছে। তবে দেশ এবং বিদেশে থাকা তিন অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। আর তা বাজেয়াপ্ত করে ১৮ হাজার কোটি টাকার বেশি উদ্ধার হয়েছে। তার মধ্যে বিদেশ থেকে ৯৬৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। বাকি টাকাটাও দ্রুত উদ্ধার করার কাজ চলছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য আজ বুধবার সুপ্রিম কোর্টে বিশেষ বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়েছিল। বিচারপতি AM Khanwilkar, বিচারপতি Dinesh Maheshwari এবং বিচারপতি CT Ravikumar- এর বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়।

এদিন মামলার শুনানিতে কেন্দ্রের আইনজীবী বলেন, ২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে তদন্ত হয়েছে এমন মামলার সংখ্যা ১১১টি। ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে তা বেড়ে হয়েছে ৯৮১টি। শুধু তাই নয়, গপ্ত পাঁচ বছরে ৩৩ লাখ এফআইআর দায়ের হয়েছে। কিন্তু সেখানে ২০৮৬ টি তদন্ত বলে সুপ্রিম কোর্টে জানিয়েছেন আইনজীবী।

বলে রাখা প্রয়োজন, গত কয়েক বছর আগে মোটা অঙ্কের ঋণ খেলাপি করে দেশ ছাড়েন বিজয় মালিয়া। মোটা অঙ্কের প্রতারণা করে একই ভাবে দেশ ছেড়েছেন নীরব মোদী (Nirav Modi) এবং মেহুল চোকসি। ঘটনায় দোষীদের ভারতে ফেরানোর চেষ্টা করলেও এখনও তা পারেনি মোদী সরকার। তা নিয়ে মাঝে মধ্যেই তোপের মধ্যে পড়তে হয় শাসকদলকে।

English summary
Vijay Mallya, Mehul Choksi and others returned 18000 crore to banks
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X