For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিড ভ্যাকসিন কি নপুংসক করতে পারে? ডিসিজিআই কোন উত্তর দিল

কোভিড ভ্যাকসিন কি নপুংসক করতে পারে?ডিসিজিআই কোন উত্তর দিল

  • |
Google Oneindia Bengali News

২০২১ সালে ৩ রা জানুয়ারি গোটা দেশকে স্বস্তি দিয়ে ডিসিজিআই জানিয়ে দিল, দেশের দুই সংস্থার হাত ধরে আসা কোভ্যাক্সিন ও কোভিশিল্ডকে তারা ভারতে ব্য়বহারের জন্য ছাড়পত্র দিয়েছে। এই সুসংবাদ এদিন জানান, ডিসিজিআই প্রধান ভিসি সোমানি। পাশাপাশি তিনি জানান আপৎকালে ব্যবহারের ক্ষেত্রে এই ছাড়পত্র দেওয়া হয়েছে।

ভ্যাকসিন দুটি ১১০ শতাংশ সুরক্ষিত

ভ্যাকসিন দুটি ১১০ শতাংশ সুরক্ষিত

এদিন ভিসি সোমানি বলেন, হালকা জ্বর, অ্যালার্জি, যন্ত্রণা একাধিক ভ্যাকসিনের কমন এফেক্ট। তবে ভ্যাকসিন ঘিরে একচুলও সন্দেহ থাকলে, ডিসিজিআই এই মান্যতা দিত না। ফলে ভ্যাকসিন যে ১১০ শতাংশ সুরক্ষিত , তা তিনি দাবি করেন।

 টিকা ও নপুংসক ইস্যু

টিকা ও নপুংসক ইস্যু

একটি মহল দাবি তুলেছিল যে করোনার ভ্যাকসিনের হাত ধরে মানুষ নপুংসক হয়ে যেতে পারেন। তবে এদিন এই নিয়ে প্রশ্ন উঠতেই কার্যত তাকে নস্যাৎ করে দেন ডিসিজিআই প্রধান। তিনি বলেন, এই দাবি একেবারে ভিত্তিহীন।

অখিলেশের বক্তব্য

অখিলেশের বক্তব্য

এর আগে, অখিলেশ যাদব বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই টিকা বিজেপি দিচ্ছে। ফলে এই টিকায় তাঁর আস্থা নেই। তিনি বলেন, 'আমি বিজেপির টিকাকা ভরসা করতে পারিনা।' তিনি এও জানান, যে এই মুহূর্তে তিনি বিজেপির টিকা নেবেন না।

 সিরামের বার্তা

সিরামের বার্তা

এদিকে, কোভিশিল্ড ভারতে অনুমোদন পাওয়ায় সিরাম কর্তা আদার পুনাওয়ালা ধন্যবাদ জানিয়েছেন মোদী সরকারকে। অন্যদিকে, এই ভ্যাকসিনের অনুমোদন প্রাপ্তির পরই মোদী টুইটবার্তায় জানান,' অভিনন্দন ভারত'।

আত্মনির্ভর ভারতের পথে নতুন দিশা দেশীয় বিজ্ঞানীদের, টিকাকরণে ছাড়পত্র মিলতেই শুভেচ্ছাবার্তা মোদীর আত্মনির্ভর ভারতের পথে নতুন দিশা দেশীয় বিজ্ঞানীদের, টিকাকরণে ছাড়পত্র মিলতেই শুভেচ্ছাবার্তা মোদীর

English summary
Vaccines approved are ‘110 % safe DGCI talks about impotency
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X