ফ্যান আর আলো জ্বালিয়ে বিদ্যুতের বিল ১২৮ কোটি টাকা, একুশে আইন যোগীর রাজ্যে
হত দরিদ্র পরিবার। সারাদিনে চলে একটি ফ্যান আর আঁধার নামলে জ্বলে একটি আলো। তাতে যা বিদ্যুতের বিল এসেছে ১২৮ কোটি টাকা। এমনই একুশে আইন চলছে যোগীর রাজ্যে। উত্তর প্রদেশের হাপুরের চামরি গ্রামের শামিম নিজেই বুঝে উঠতে পারছিলেন না কী করবেন। চক্ষু একেবারে চড়ক গাছ। বিদ্যুতের বিল না মেটানোয় আবার কেটে দেওয়া হয়েছে লাইন। শামিম জানিয়েছেন আগে ৭০০-৮০০ টাকা বিল আসতো। সেই পরিমাণ যে এই ভয়ঙ্কর আকার নেবে সেটা বুঝতে পারছেন না তিনি। খোঁজ খবর নিতে বিদ্যুৎ দফতরে যাওয়ার পর তাঁকে বলা হয় ভুল সংশোধন পরে হবে আগে বিদ্যুতের বিল মেটানো হোক। এই বিল না মেটানো পর্যন্ত বিদ্যুতের সংযোগও দেওয়া হবে না বলে জানানো হয়েছে।

শামিম জানিয়েছেন তাঁর পরিবারে সদস্য বলতে দু'জন। তিনি এবং তাঁর স্ত্রী। দুজন মানুষ কত বিদ্যুতের খরচ করতে পারেন। শামিম অভিযোগ করেছেন গোটা হাপুরের বিদ্যুতের বিল তাঁর উপর চাপিয়ে দেওয়া হয়েছে। কেউ তাঁর কোনও কথা শুনতে চাইছেন না বলে জানিয়েছেন শামিম। বিদ্যুতের বিল না মেটানো পর্যন্ত কেউ কোনও কথা বলতে চাইছেন না। হত দরিদ্র পরিবার কী করবে বুঝে উঠতে পারছে না।
যদিও উত্তর প্রদেশে এই ঘটনা নতুন নয়। এর আগে কনৌজে এক বাসিন্দার বাড়িতে ২৩ কোটি টাকা বিদ্যুতের বিল বিল পাঠানো হয়েছিল।