yogi adityanath uttar pradesh secularism hindu যোগী আদিত্যনাথ রামায়ণ উত্তরপ্রদেশ ধর্মনিরপেক্ষ হিন্দু
'ধর্মনিরপেক্ষতা' নামক হুমকির সম্মুখীন ভারতীয় ইতিহ্য! নয়া ঝড়ের ইঙ্গিত যোগীর গলায়
বিশ্ব দরবারে ভারতীয় ইতিহ্য সংকটের মুখে। আর এর জন্য 'ধর্মিরপেক্ষতা'কেই দায়ি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এমনিতেও যোগী আদিত্যনাথেই মুখে 'ধর্মনিরপেক্ষতা'র বাণী কখনও শোনা যায়নি সেভাবে। কেউ তা আশাও করে না সেভাবে। তবে ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে এহেন বক্তব্য একজন মুখ্যমন্ত্রীর থেকে হয়ত অনেক কম জনই আশা করে।

ভারতের সংস্কৃতির জন্য বড় সংকট ধর্মনিরপেক্ষতা
অযোধ্যা রিসার্চ সেন্টারের একটি অনুষ্ঠানে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ধর্মনিরপেক্ষতা বিশ্বের দরবারে ভারতের সংস্কৃতির জন্য বড় সংকট। পাশাপাশি তিনি আরও বলেন, 'যাঁরা নিজেদের স্বার্থের জন্য মানুষকে বিভ্রান্ত করছেন এবং দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন তাঁদের কোনও ভাবে ছাড়া হবে না।'

দেশের শান্তি-সম্প্রীতি যাতে নষ্ট না হয়
এদিন অযোধ্যা রিসার্চ সেন্টারের উদ্যোগে তৈরি রামায়ণের গ্লোবাল এনসাইক্লোপিডিয়ার উদ্বোধন করেন যোগী। এরপর যোগী আদিত্যনাথ আবেদন করেন, 'নোংরা সাম্প্রদায়িকতার জন্য যেন দেশের শান্তি-সম্প্রীতি নষ্ট না হয়। যাঁরা টাকার বিনিময়ে মিথ্যা অপপ্রচার করছেন, তাঁরা জবাব পাবেন।'

'হিন্দু ধর্ম থেকেই বৌদ্ধ ধর্মের সৃষ্টি'
যোগী বলেন, কাম্বোডিয়ার আংকরভাট মন্দির এক বৌদ্ধ ভিক্ষুক খুঁজে পেয়েছিলেন। ওই বৌদ্ধ ভিক্ষুক এটা বিশ্বাস করেছিলেন যে হিন্দু ধর্ম থেকেই বৌদ্ধ ধর্মের সৃষ্টি হয়েছে। এরপর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী দাবি করেন, 'রামায়ণ, শ্রীরাম এবং ভারতের উপর যাঁর আস্থা আছে তাঁরা যেন এই গ্লোবাল এনসাইক্লোপিডিয়ার উদ্বোধনে অংশ নেন।'

বিভিন্ন আঞ্চলিক ভাষায় আসবে এই বিশেষ রামায়ণ
যোগী আদিত্যনাথ বলেন, 'রামায়ণের এনসাইক্লোপিডিয়া মানুষকে অযোধ্যা সম্পর্কে আরও বেশি করে জানাতে পারবে। রামায়ণে বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার মেলবন্ধন হয়েছে।' এই রামায়ণের প্রথম সংস্করণ ইংরাজিতে প্রকাশিত হয়েছে। আগামী মাসে হিন্দি এবং তামিল ভাষাতেও সংস্করণ প্রকাশিত হবে। তারপর একে একে বিভিন্ন আঞ্চলিক ভাষায় আসবে এই বিশেষ রামায়ণ।