For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'নাগরিকত্ব নিয়ে গুজব রটাচ্ছে আরবান নকশালরা', রামলীলা ময়দান থেকে অভিযোগ মোদীর

এনআরসি হলে চরম বিপদের সঙ্কটে পড়বেন, এমনই আশঙ্কায় পড়েছেন দেশের সংখ্যালঘুরা। এবং এই আশঙঅকা সৃষ্টির পিছনে মূল চক্রী হিসাবে আজ আরবান নকশাল বা শহুরে নকশালদের ঘারে দোষ চাপালেন প্রধানমন্ত্রী মরেন্দ্র মোদী।

Google Oneindia Bengali News

এনআরসি হলে চরম বিপদের সঙ্কটে পড়বেন, এমনই আশঙ্কায় পড়েছেন দেশের সংখ্যালঘুরা। এবং এই আশঙঅকা সৃষ্টির পিছনে মূল চক্রী হিসাবে আজ আরবান নকশাল বা শহুরে নকশালদের ঘারে দোষ চাপালেন প্রধানমন্ত্রী মরেন্দ্র মোদী। পাশাপাশি আজ মোদী ফের একবার দাবি করেন যে নাগরিকত্ব আই কোনও ভাবেই ভারতের কোনও নাগরিক, তা তিনি হিন্দু হোক বা মুসলিম, তাঁদের জন্য নয়। কোনও ভারতীয়ের উপর এর প্রভাব পড়বে না।

কংগ্রেস ও আরবান নকশালদের তোপ মোদীর

কংগ্রেস ও আরবান নকশালদের তোপ মোদীর

দেশ জুড়ে নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিক পঞ্জিকরণের বিরুদ্ধে চলছে বিক্ষোভ। বিক্ষোভের জেরে হিংসা ছড়িয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। সেই আবহেই আজ দিল্লির রামলীলা ময়দানে সভায় ভাষণ রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সভার উপর নজর ছিল সকল দেশবাসীর। সেখানেই সিএএ ও এনআরসি নিয়ে জনগণকে ভুল বুঝিয়ে তাদের হিংসার পথে ঠেলে দেওয়ার জন্য কংগ্রেস ও শিক্ষিত আরবান নকশালদের এক হাত নেন মোদী।

'দেশে কোনও ডিটেনশন ক্যাম্প নেই'

'দেশে কোনও ডিটেনশন ক্যাম্প নেই'

আজ প্রধানমন্ত্রী বলেন, 'শিক্ষিত শহুরে আরবান নকশালরা সবাইকে বলছে যে দেশের মুসলিমদের ডিটেনশন সেন্টারে রাখা হবে। একবার তো নিজেদের শিক্ষার সদ্ব্যবহার করুন। একবার তো এই আইনটা পড়ে দেখুন। আমি চ্যালেঞ্জ করছি দেশে একটা ডিটেনশন ক্যাম্প দেখান আপনারা। কোথায় ডিটেনশিন ক্যাম্প? ২০১৪-তে আমার নেতৃত্বে সরকার আসার পর দেশের কোথাও কোনও এনআরসি নিয়ে আলোচনা হয়নি। অসমে এনআরসি হয়েছিল সুপ্রিমকোর্টের নির্দেশে।'

'মিথ্যাচার করছে কংগ্রেস ও শহুরে নকশালরা'

'মিথ্যাচার করছে কংগ্রেস ও শহুরে নকশালরা'

তিনি আরও বলেন, 'কংগ্রেস আর শহুরে নকশালরা ডিটেনশন শিবির নিয়ে যা বলছেন, তা মিথ্যে কথা। সকলকে অনুরোধ করব, এই মিথ্যাচার না মানতে। আমরা তো এনআরসি তৈরিই করিনি। করেছে কংগ্রেস। এখন কংগ্রেস নেতারা টিভিতে বসে এনআরসির খরচের কথা বলছে। আরে, যেই জিনিসটা নেই তা নিয়ে এত আলোচনা ও গুজব রটানো কেন।'

'সিএএ-কে গরিববিরোধী বলে গুজব রটানো হচ্ছে'

'সিএএ-কে গরিববিরোধী বলে গুজব রটানো হচ্ছে'

এরপর তিনি বলেন, 'কিছু মানুষ সিএএ-কে গরিবের বিরোধী আইন বলছেন। ওরা বোঝাচ্ছে যে যখন ওই দেশ থেকে লোক আসবে তখন গরিবদের আরও সমস্যা হবে। পাকিস্তান থেকে আসা শরণার্থীদের বেশিরভাগ দলিত। পাকিস্তানে আজও কোনও দলিত চা খেলে সেই চায়ের টাকা পাশাপাশি ওই গ্লাসের টাকা দিতে হয়। এই নেতারা কেনও এভাবে তাহলে মানুষকে ভুল বোঝাচ্ছে?'

'কোনও ডিটেনশন সেন্টার ভারতীয় মুসলিমদের জন্য হচ্ছে না', রামলীলা থেকে আশ্বাসবাণী মোদীর 'কোনও ডিটেনশন সেন্টার ভারতীয় মুসলিমদের জন্য হচ্ছে না', রামলীলা থেকে আশ্বাসবাণী মোদীর

ব্র্যান্ড-মোদীর ক্ষতি করতে পারবে না নাগরিকত্ব আইনের প্রতিবাদ, ব্যাখ্যা প্রশান্ত কিশোরেরব্র্যান্ড-মোদীর ক্ষতি করতে পারবে না নাগরিকত্ব আইনের প্রতিবাদ, ব্যাখ্যা প্রশান্ত কিশোরের

English summary
urabn naxal spreading lies about caa and nrc alleges pm modi in delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X