For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গাড়ি বা ঘোড়া নয়, বর বিয়ে করতে এলেন বুলডোজার চেপে, অবাক নববধূ

গাড়ি বা ঘোড়া নয়, বর বিয়ে করতে এলেন বুলডোজার চেপে, অবাক নববধূ

Google Oneindia Bengali News

গাড়ি বা ঘোড়া নয়, বর বিয়ে করতে এল বুলডোজার চেপে, অবাক নববধূ বিয়ে নিয়ে হরেক রকমের মজার ঘটনা সম্প্রতি সামনে আসছে। যা দেখে বা শুনে মানুষ হাসি থামিয়ে রাখতে পারছে না। সেরকমই এক বিয়ের সাক্ষী থাকল উত্তরপ্রদেশ। যোগী রাজ্যের শ্রাবস্তী জেলার এক বর গাড়ির বদলে বুলডোজারে করে বিয়ের আসরে গেলেন। বরের এহেনও কীর্তি দেখে তাজ্জব কনের বাড়ির লোকজন।

গাড়ি বা ঘোড়া নয়, বর বিয়ে করতে এল বুলডোজার চেপে, অবাক নববধূ

রসিয়ার লক্ষণপুর শঙ্করপুরের বাসিন্দা নববধূ রুবিনার বাড়ির লোক রীতিমতো অবাক হয়ে যান যখন দেখেন বর বাদশা বুলডোজারে চেপে বরযাত্রী নিয়ে আসছেন। শুধু তাই নয়, বর সেই বুলডোজারে বসে গোটা এলাকা ঘোরেন এবং স্থানীয়রা স্লোগান দিতে থাকেন '‌বুলডোজার বাবার জয়।'‌ প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তাঁর কিছু সমর্থক '‌বুলডোজার বাবা'‌ বলে সম্বোধন করেন।

বরযাত্রীর সঙ্গে আসা ভুরে খান বলেন, '‌প্রত্যেকেই বিয়েতে গাড়ি করে আসেন। অনেকে আবার হাতি ও ঘোড়াতে চড়েও বিয়ে করতে আসেন নিজেদের বিয়েকে স্মৃতিমধুর করে তোলার জন্য। কিন্তু আমরা ঠিক করি যে এই বিয়েকে স্মরণীয় করে তুলতে বুলডোজারে করে বরকে নিয়ে যাওয়া হবে। আমরা খুশি হয়েছি যে মানুষ এটা পছন্দ করেছে।'

বাহারিচের বিজেপি বিধায়ক অনুপমা জয়সওয়াল এ প্রসঙ্গে বলেন, '‌‌বুলডোজার রাজ্যের প্রতিটি সম্প্রদায়ের জন্য সুশাসনের প্রতীক হয়ে উঠেছে। বুলডোজার শুধুমাত্র অপরাধীদের মধ্যে ভয় জাগিয়ে তোলে তাই নয়, সাধারণ শান্তিপ্রিয় মানুষ একে সুশাসনের প্রতীক মনে করছে।' বিজেপি নেত্রী এও বলেন, '‌‌একটি মুসলিম পরিবারের বিয়ের শোভাযাত্রায় এর অন্তর্ভুক্তি সমস্ত সম্প্রদায়ের মধ্যে যোগী সরকারের জনপ্রিয়তার উদাহরণ।'‌

অমিতাভ–শাহরুখ একসঙ্গে ডন থ্রি–তে?‌ বিগ বি–এসআরকের ছবি ঘিরে জল্পনা তুঙ্গেঅমিতাভ–শাহরুখ একসঙ্গে ডন থ্রি–তে?‌ বিগ বি–এসআরকের ছবি ঘিরে জল্পনা তুঙ্গে

প্রসঙ্গত, বুলডোজার অভিযান নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়েছে উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসন। শীর্ষ আদালতের তরফে যোগী সরকারকে নোটিশ পাঠিয়ে বলা হয়েছে আইনি প্রক্রিয়া মেনে উচ্ছেদ অভিযান করতে হবে। কোন রকম প্রতিশোধ স্পৃহা থেকে বুলডোজার অভিযান করা যাবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হবে। তার মধ্যে উত্তর প্রদেশ এবং কানপুর জেলা পুলিশকে বুলডোজার অভিযান নিয়ে নোটিশের জবাব দিতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে।

English summary
UP groom coming to marraige venue ride bulldozer
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X