For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার নাম করেই আমি তাঁকে বার্তা দিই! কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে বিস্ফোরক পবন বর্মা

তৃণমূলের পাখির চোখ গোয়া! গত কয়েকদিন আগেই কলকাতায় দাঁড়িয়ে অভিষেক হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, গোয়াতে তৃণমূল কংগ্রেস নয় সরকার গড়বে, নয়তো প্রধান বিরোধী শক্তি হবে। আর সেই লক্ষ্যেই গোয়া ছুটে গিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

  • |
Google Oneindia Bengali News

তৃণমূলের পাখির চোখ গোয়া! গত কয়েকদিন আগেই কলকাতায় দাঁড়িয়ে অভিষেক হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, গোয়াতে তৃণমূল কংগ্রেস নয় সরকার গড়বে, নয়তো প্রধান বিরোধী শক্তি হবে। আর সেই লক্ষ্যেই গোয়া ছুটে গিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে বিস্ফোরক পবন বর্মা

যদিও অভিষেকের সফরের আগে কংগ্রেসের সঙ্গে জোট সম্ভাবনা তৈরি হয় তৃণমূলের। যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেন, তৃণমূলের তরফে কোনও গঠনমূলক জোটের প্রস্তাব আসেনি! আর সেখানেই বিতর্ক!

সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল নেতা পবন বর্মা কার্যত পালটা কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছেন। তিনি বলেন, আমি ব্যাক্তিগত ভাবে কংগ্রেস নেতা পি চিদম্বরমের সঙ্গে দেখা করি। একেবারে সময়-দিন ধরে এই বিষয়ে বিস্তারিত তথ্য সর্বভারতীয় সংবাদমাধ্যমে তুলে ধরেছেন প্রাক্তন জেডেইউ নেতা।

পবন বর্মা বলেন, ২৪ ডিসেম্বর দুপুর দেড়টা নাগদ দিল্লিতে প্রাক্তন অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করি। জোটের বিষয়ে আমি তাঁকে গঠনমূলক প্রস্তাব দি বলে দাবি তাঁর। শুধু তাই নয়, প্রাক্তন অর্থমন্ত্রীকে পবন বর্মা খোদ মমতার নাম করেই জোটের প্রস্তাব দেন বলে দাবি।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি বলেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় খোদ বিজেপির শক্তিশালী বিরোধী চান। কিন্তু যেভাবে প্রাক্তন অর্থমন্ত্রী এই বিষয়টিকে সম্পূর্ণ ভাবে অস্বীকার করছেন তাতে আমি সম্পূর্ণ ভাবে ব্যাথিত বলে দাবি পবন বর্মার। শুধু তাই নয়, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য থেকেও মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন বলেও বিস্ফোরণ দাবি তাঁর।

উল্লেখ্য গোয়ার বিধানসভা ভোট নিয়ে সম্প্রতি পি চিদম্বরম বলেন, সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট নিয়ে যদি কোনও কথা হয়েও থাকে আমি তা জানি না। যতক্ষণ না পর্যন্ত দুজনের মধ্যে কেউ আমাকে কিছু জানাচ্ছেন তা জানা সম্ভব নয় বলেও জানান দেশের প্রাক্তন অর্থমন্ত্রী। তাঁর দাবি, একসঙ্গে কাজের প্রস্তাব থাকলেও, গোয়া নিয়ে জোটের কোনও প্রস্তাব তৃণমূলের তরফে ছিল না বলেও দাবি তাঁর।

আর এই মন্তব্য সম্পূর্ণ মিথ্যা! বিষয়টিকে তুলে ধরেই তোপ পবন বর্মার। বলেন, আমি ব্যক্তিগত ভাবে ওনাকে জোটের বার্তা দিয়েছিলাম। এমনকি গোয়াতে একসঙ্গে বিজেপিতে লড়াইয়ের প্রস্তাব তাঁকে দেওয়া হয়েছিল বলে দাবি তৃণমূলের বর্ষীয়ান এই নেতার।

এখানেই শেষ নয়, সাক্ষাৎকারে তিনি আরও বলেন, সব শুনে চিদম্বরম বলেছিলেন এই ধরনের প্রস্তাবের জবাব দেওয়ার বিষয়টি তাঁর হাতে নেই। শুধু তাই নয়, এই বিষয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গেও আলোচনা করবেন বলে আশ্বাস চিদম্বরম তাঁকে দিয়েছিলেন বলে দাবি অভিষেক ঘনিষ্ঠ এই নেতার।

এমনকি রাহুল গান্ধী দেশে ফিরলে এই বিষয়ে আলোচনা হবে বলেও আশ্বাস দিয়েছিলেন। এমনকি রাহুল দেশে ফিরলে আবারও চিদম্বরমের সঙ্গে তাঁর ফোনে কথা হয় বলে দাবি পবন বর্মার। তিনি সেই সময়ে গোয়া নিয়ে দ্রুত ভাবার জন্যে কংগ্রেসকে জানিয়েছিলেন বলেও দাবি। কিন্তু এখন যা বলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি তাঁর।

English summary
TMC leader Pawan Varma claims he met P Chidambaram offering Goa alliance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X