For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী এনসিপি থেকে, দাবি শরদ পাওয়ারের দলের নেতার

মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী এনসিপি থেকে, দাবি শরদ পাওয়ারের দলের নেতার

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে শেষ বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দল! যার ফলে কংগ্রেস, এনসিপির সমর্থনেই সরকার গঠন কে মুখ্যমন্ত্রী হয়েছেন শিবসেনার উদ্ধব ঠাকরে! তবে এবার শরদ পাওয়ারের এনসিপি থেকে মুখ্যমন্ত্রীত্বের দাবি তুললেন দলের নেতা ধনঞ্জয় মুন্ডে৷ শনিবাী এনসিপি নেতা ধনঞ্জয় মুন্ডে দাবি করেছেন, মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন শরদ পাওয়ারের নেতৃত্বাধীন দল থেকে।

কী বললেন এনসিপি নেতা মুন্ডে?

কী বললেন এনসিপি নেতা মুন্ডে?

শনিবার পারভানি শহরে একটি জনসভায় বক্তৃতা দেওয়ার সময় মুন্ডে বলেছিলেন যে বর্তমান শিবসেনার নেতৃত্বাধীন এমভিএ সরকারের সামাজিক বিচার বিভাগ তার প্রচেষ্টায় মর্যাদাপূর্ণ হয়ে উঠেছে। আগামীকাল যদি সামাজিক ন্যায়বিচারের নিরিখে ক্ষমতা কাকে হস্তান্তর করা করা হবে এ নিয়ে প্রশ্ন ওঠে তাহলে তা এনসিপির পক্ষে যাবে! পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন এই প্রশ্নের উত্তরে এনসিপিই এগিয়ে রয়েছেন বলে দাবি করেন ধনঞ্জয়৷

মহারাষ্ট্রে বিধান পরিষদে বিরোধী দলনেতার দায়িত্বও পালন করেছেন ধনঞ্জয়!

মহারাষ্ট্রে বিধান পরিষদে বিরোধী দলনেতার দায়িত্বও পালন করেছেন ধনঞ্জয়!

ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) হল উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকারের শক্তিশালী সহযোগী৷ উদ্ধব সরকার গত মাসে মাত্র আড়াই বছর ক্ষমতা পূর্ণ করেছে। মুন্ডে বলেছেন যে তিনি অতীতে মহারাষ্ট্র বিধান পরিষদে বিরোধী দলের নেতা হিসাবে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। এনসিপির কাছে অর্থ দফরেরও গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা রয়েছে৷ এনসিপি থেকেই ডেপুটি সিএম অজিত পাওয়ার রয়েছে৷ ধনঞ্জয় আরও বলেন, এর আগে এনসিপি প্রধান শরদ পাওয়ার আমাকে (মহারাষ্ট্র বিধান পরিষদে) বিরোধী নেতা হিসাবে নিযুক্ত করেছিলেন। সেই সময়ের সরকার যতই স্থিতিশীল এবং শক্তিশালী হোক না কেন, আমি তৎকালীন সরকারকে নাড়া দিতে পেরেছিলাম

ধনঞ্জয় মুণ্ডের বক্তব্য চাপে রাখবে উদ্ধবদের!

ধনঞ্জয় মুণ্ডের বক্তব্য চাপে রাখবে উদ্ধবদের!

প্রসঙ্গত, মূলত মুখ্যমন্ত্রীত্বের জন্যই বিজেপির সঙ্গে বহুদিনের গাঁটছাড় ভেঙে এনসিপি, কংগ্রেসের হাত ধরেছে শিব সেনা। এমনকি নিজেদের কড়া হিন্দুত্ববাদী নীতি থেকেও অনপকটা সরে এসেছে শিবসেনা৷ স্বাভাবিকভানেই মুন্ডের বক্তব্য কিছুটা হলেও চাপে ফেলবে উদ্ধব সরকারকে৷ এমনকি যদি সত্যিই সে রকম কোনও পরিস্থিতি তৈরি হয় তাহলে পুরনো জোটসঙ্গী বিজেপির দরজার কড়া নাড়তেও হয়ত বাধ্য হনল শিবসেনা, এরকমটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের বড় অংশ।

আরও এক প্রাক্তন প্রদেশ সভাপতি ফিরলেন কংগ্রেসে! 'ত্রিবেণী’ সঙ্গমে কি ফিরবে সুদিনআরও এক প্রাক্তন প্রদেশ সভাপতি ফিরলেন কংগ্রেসে! 'ত্রিবেণী’ সঙ্গমে কি ফিরবে সুদিন

English summary
The next Chief Minister of Maharashtra is from NCP, claiming the leader of Sharad Pawar's party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X