For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীপাবলিতে দিল্লি-এনআরসির বায়ু দুষণের মাত্রা খারাপের থেকেও ১০০ বেশি

দীপাবলিতে দিল্লি-এনআরসির বায়ু দুষণের মাত্রা খারাপের থেকেও ১০০ বেশি

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার দীপাবলি, সন্ধে নামতেই দিকে দিকে শুরু হয়েছে উদযাপন। বাজি পুড়িয়ে আনন্দে মাতছেন ভারতবাসী। এমন পরিস্থিতিতেই আশঙ্কার কথা শোনাচ্ছে দেশের রাজধানীর বায়ু রিপোর্ট। দীপাবলির আগেই দেখা যাচ্ছে, সেখানের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ৩৪১। বুধবার সন্ধ্যাতেও যা ছিল ৩১৪। এর আগে সোম ও মঙ্গলবার তা ছিল যথাক্রমে ২৮১ ও ৩০৩।

দীপাবলিতে দিল্লি-এনআরসির বায়ু দুষণের মাত্রা খারাপের থেকেও ১০০ বেশি

পরিবেশবিদদের মতে, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ০-৫০ এর মধ্যে থাকলে সবচেয়ে ভাল। ৫১-১০০র মধ্যে থাকলেও তাকে সন্তোষজনক বলা হয়। ১০১-২০০ এবং ২০১-৩০০র মধ্যে তা গেলে হয়ে যায় যথাক্রমে স্বাভাবিক এবং খারাপ। সেখানে এই স্কোর ৩৪১ থাকা স্বাভাবিকভাবেই উদ্বেগজনক।

SAFAR এর মতে, এই অবস্থায় যদি বাজি পোড়ানো হয়, তাহলে টেকা দায় হবে রাজধানীতে। ৫ ও ৬ নভেম্বর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছোবে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। তবে ইন্ডিয়ান মিটিওরলজিক্যাল ডিপার্টমেন্টের এক আধিকারিক বলেন, বাজি পোড়ালেও খুব একটা খারাপ অবস্থা হবে না বায়ুর। মিনিস্ট্রি অফ আর্থ সাইন্সেস জানিয়েছে, বুধবার মূলত শুকনো শস্য জ্বালানোর ফলেই দিল্লির মোট বায়ুদূষণের ৮ শতাংশ হচ্ছে। দীপাবলির দিন অর্থাৎ বৃহস্পতিবার এটি ২০ শতাংশ ও শুক্রবার ৩৫ শতাংশ আরও বাড়ার কথা আছে।বুধবার দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই কেন্দ্রের কাছে অনুরোধ করেছেন যাতে পঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে ফসল জ্বালানো বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। তাঁর মতে, এভাবেই দীপাবলির পরেও সহজে নিশ্বাস নিতে পারবে সাধারণ মানুষ।

কালীপুজোতেও স্বস্তি নেই! ২৪ ঘন্টায় কলকাতায় সংক্রমণ কমলেও ৯০০ উপরেই মোট আক্রান্ত কালীপুজোতেও স্বস্তি নেই! ২৪ ঘন্টায় কলকাতায় সংক্রমণ কমলেও ৯০০ উপরেই মোট আক্রান্ত

সারাবছর ধরে মূলত প্রতিবেশী রাজ্যে ফসল জ্বালানোর ফলেই নিঃশ্বাস নিতে সমস্যা হয় দিল্লিবাসীর৷ গতবছর দীপাবলিতে দিল্লির পি.এম কনসেন্ট্রেশন ছিল ৩২ শতাংশ। SAFAR বলছে, আগামী ক'দিনে খুব একটা ঝোড়ো হাওয়া চলাচল করবে না দিল্লিতে। অর্থাৎ বায়ু দুষিত হলেও তা বেরিয়ে যাওয়ার বিশেষ উপায় নেই। যার ফলে কিনা সমস্যায় পড়বে রাজধানী শহরের সাধারণ মানুষ।

প্রসঙ্গত, রাজ্যে রোসনি আলি নামের এক মহিলার আবেদনের ভিত্তিতে সবধরণের বাজী নিষিদ্ধ করেছিল কলকাতা হাইকোর্ট। এরপর বাজী ব্যবসায়ীদের সংগঠনের আবেদনের ভিত্তিতে সুপ্রিমকোর্ট পরিবেশবান্ধব বাজী ফাটানোর ক্ষেত্রে ছাড় দিয়েছে৷ এরপর রাজ্য জুড়েই বাজী ফাঠাচ্ছেন প্রচুর মানুষ।

English summary
The wind report of the country's capital is sound alarming. As seen before Diwali, the air quality index of Delhi is 341. Which was also 314 on Wednesday evening. Earlier on Monday and Tuesday it was 261 and 303 respectively
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X