For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্কুল খোলার সিদ্ধান্ত রাজ্যের হাতে, জানাল স্বাস্থ্যমন্ত্রক

স্কুল খোলার সিদ্ধান্ত রাজ্যের হাতে, জানাল স্বাস্থ্যমন্ত্রক

  • |
Google Oneindia Bengali News

করোনার জেরে প্রায় ১৬ মাস ধরে বন্ধ বিদ্যালয়-কলেজে পঠনপাঠন। শিক্ষাগ্রহণের জন্য অনলাইন ক্লাসই ভরসা ছাত্রছাত্রীদের। হয়নি মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের মতো পরীক্ষা! কিন্তু এই অচলাবস্থা আর কতদিন? কবে খুলবে স্কুলের দরজা? সরাসরি কোনও সিদ্ধান্ত নিতে চাইছে না কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। স্বাস্থ্যমন্ত্রক স্পষ্ট জানিয়ে দিল, স্কুল খোলা অথবা করোনার জেরে বন্ধ রাখা সম্পূর্ণই রাজ্যের সিদ্ধান্ত৷

স্কুল খোলার সিদ্ধান্ত রাজ্যের হাতে, জানাল স্বাস্থ্যমন্ত্রক

স্বাস্থ্যমন্ত্রকের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানান, স্কুল খোলা সংক্রান্ত বিষয়ে কোনও কথাই হয়নি৷ এই প্রসঙ্গে যাবতীয় সিদ্ধান্ত রাজ্যের ওপরে ছেড়েছে কেন্দ্রীয় সরকার। এর কারণ অবশ্যই তৃতীয় ঢেউ। কেন্দ্র কোনওমতেই বুঝতে পারছে না যে, তৃতীয় ঢেউ ঠিক কতটা ভয়াবহ আকার নেবে এদেশে।

বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন, তৃতীয় ঢেউতে সবচেয়ে বেশি আক্রান্ত হতে পারে শিশুরা। তাই স্কুল খোলা নিয়ে সরাসরি কোনও মন্তব্যই করতে চাইছে না সরকার৷ কিছুদিন আগে নীতি আয়োগের পক্ষ থেকে বলা হয়েছিল দেশের সরকারি স্কুল শিক্ষক-শিক্ষিকাদের করোনার দুটি ভ্যাকসিন সম্পূর্ণ হলেই স্কুল খোলা সম্ভব হবে৷ কোন জায়গাতে রয়েছে দেশের শিক্ষক-শিক্ষিকাদের টিকাকরণ? সে নিয়ে কোন পরিসংখ্যান যদিও প্রকাশ করেনি কেন্দ্র। তবে এবারেও স্কুলখোলার দায়িত্ব রাজ্যের হাতেই ছেড়ে রাখল স্বাস্থ্যমন্ত্রক।

মঙ্গলবার নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক আধিকারিক ভিকে পাল সংবাদমাধ্যমে বলেন, অনেক দিন ধরে সারা দেশে স্কুল কলেজ বন্ধ রয়েছে। শিক্ষাব্যবস্থা ও ছাত্রছাত্রীদের এই ক্ষতি নিয়ে আমরা চিন্তিত এবং আশঙ্কিত । খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ। এই সময় স্বাস্থ্য ও শিক্ষা দুটোইকে বাঁচানোই আমাদের লক্ষ্য।

English summary
The decision to open the school is in the hands of the state, the health ministry said
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X