For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আগামী ২৫ বছরের জন্য লক্ষ্য নির্ধারণ করতে হবে বিজেপিকে, বললেন মোদী

আগামী ২৫ বছরের জন্য লক্ষ্য নির্ধারণ করতে হবে বিজেপিকে, বললেন মোদী

  • |
Google Oneindia Bengali News

২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল বিজেপি। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ১৪র পর উনিশেও মোদী ঝড়ে উড়ে গিয়েছিল বিরোধীরা। তখন থেকেই দলের সর্বময় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামেশাই তাঁকে দেখা গিয়েছে, দলীয় কর্মীদের উজ্জীবিত করতে। শুক্রবার বিজেপির জাতীয় পদাধিকারীদের বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য পেশ করলেন নরেন্দ্র মোদী। ২০১৪ র পর থেকে কীভাবে দেশের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে গেরুয়া শিবির, তা শোনা গেল তাঁর গলায়৷ সঙ্গে আগামী ২৫ বছরের জন্য বিজেপির লক্ষ্যের কথা বললেন মোদী৷

আগামী ২৫ বছরের জন্য লক্ষ্য নির্ধারণ করতে হবে বিজেপিকে, বললেন মোদী

মোদী বলেন, আট বছরের বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার দেশের সার্বিক উন্নতিতে সাহায্য করেছে। শুক্রবার জয়পুরে এই বৈঠকে ভিডিও কনফারেন্স মারফত যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে সমস্ত দলীয় কর্মীদের নির্দেশ দেন এমন এক কর্মসূচি গ্রহণ করতে যাতে কোনও গরীব ব্যক্তি সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়৷ মোদীর কথায়, 'এই মাসে এনডিএ সরকার আট বছতে পা দেবে৷ এই কয়েক বছর প্রতিশ্রুতি পূরণের সাক্ষী থেকেছে৷ এই আট বছর দেশের মায়েদের, মেয়েদের, বোনেদের উন্নয়নের প্রতি সমর্পিত। বিজেপি সরকার দেশের নাগরিকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। আগে এই বিশ্বাসই ছিল না মানুষের মধ্যে। আজ গোটাবিশ্ব প্রচুর প্রত্যাশা নিয়ে তাকিয়ে রয়েছে ভারতের দিকে।'

পেগাসাসে কোর্ট নিয়োজিত কমিটিকে তদন্ত শেষ করতে হবে ২০ জুনের মধ্যে, নির্দেশ সুপ্রিম কোর্টেরপেগাসাসে কোর্ট নিয়োজিত কমিটিকে তদন্ত শেষ করতে হবে ২০ জুনের মধ্যে, নির্দেশ সুপ্রিম কোর্টের

তিনি আরও বলেন, 'ভারতেও মানুষের টান রয়েছে বিজেপির প্রতি। মানুষ প্রচুর আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছেন। এই প্রত্যাশা আমাদের দায়িত্ব বাড়িয়ে দেয়।' চলতি বছর স্বাধীনতা লাভের ৭৫ তম বর্ষপূর্তি। এই বছরই আগামী ২৫ বছরের লক্ষ্য নির্ধারণ করতে হবে৷ বিজেপিকেও আগামী ২৫ বছরের রূপরেখা স্থির করতে হবে। বিরোধী রাজনৈতিক দলগুলি ছোট ঘটনাকে বড় ইস্যু করে ঘৃণা ছড়াতে চাইবেই। কিন্তু আমাদের তাতে বিচলিত হলে চলবে না।'

English summary
The BJP needs to set targets for the next 25 years, Modi said
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X