For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর সমস্যা মেটাতে পাকিস্তানের সঙ্গেও কথা বলুন! সর্বদলীয় বৈঠকের আগে ফের মোদীকে খোঁচা মেহবুবার

কাশ্মীর সমস্যা মেটাতে পাকিস্তানের সঙ্গেও কথা বলুন! সর্বদলীয় বৈঠকের আগে ফের মোদীকে খোঁচা মেহবুবার

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীরের অভ্যন্তরীণ সমস্যা মেটাতে আগামী ২৪ জুন ইতিমধ্যেই সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকে উপস্থিত থাকবেন ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা, পিডিপি-র প্রধান মেহবুবা মুফতি। উপস্থিত থাকবেন পারেন জম্মু-কাশ্মীর আপনি পার্টির আলতাফ বুখারি, পিপলস পার্টির সজ্জাদ লোনের মতো নেতারাও। এবার সেই বৈঠকের আগে ফের কাশ্মীর ইস্যু নিয়ে সুর চড়ালেন মেহবুবা।

কাশ্মীর সমস্যা মেটাতে পাকিস্তানের সঙ্গেও কথা বলুন! সর্বদলীয় বৈঠকের আগে ফের মোদীকে খোঁচা মেহবুবার

প্রসঙ্গত উল্লেখ্য, মোদী বৈঠকের আগে নিজেদের রণকৌশল ঠিক করতে মঙ্গলবারই নিজেদের মধ্যে একটি বৈঠক সারেন পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন বা গুপকার জোটের নেতারা। কাশ্মীরে ৩৭০ ধারা ফেরানোর দাবিতেই ২০১৯ পরবর্তী সময়ে উপত্যকার প্রায় সমস্ত মোদী বিরোধী শক্তি নিয়ে তৈরি হয় এই গুপকার গোষ্ঠী। যাতে রয়েছে ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপি-র মতো দলও।

এদিকে এদিন শ্রীনগরে ফারুক আবদুল্লাহর বাসভবনেই এদিন পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশনের গোপন বৈঠক বসে বলে জানা যায়। এদিন গুপকার নেতাদের বৈঠক শেষেই কাশ্মীর ইস্যু নিয়ে ফের মোদীকে একহাত নিলেন মেহবুবা। সমস্যা মেটাতে দ্রুত পাকিস্তানের সঙ্গে কথা বলারও দাবি তুললেন তিনি। যদিও এর আগেও কাশ্মীর সমস্যার সমাধানে একাধিকবার পাকিস্তানের সঙ্গে আলোচনার পক্ষে জোরাসো সওয়াল করতে দেখা গিয়েছে পিডিপি প্রধান।

জম্মু ও কাশ্মীর ইস্যুতে মোদীর সর্বদলীয় বৈঠক নিয়ে অবস্থান স্পষ্ট করলেন ফারুক আবদুল্লাহরা জম্মু ও কাশ্মীর ইস্যুতে মোদীর সর্বদলীয় বৈঠক নিয়ে অবস্থান স্পষ্ট করলেন ফারুক আবদুল্লাহরা

মেহবুবা আরও বলেছিলেন বৃহঃষ্পতিবারের বৈঠকের এজেন্ডা যা-ই হোক না কেন তাঁরা তাদের দাবি জোরালো ভাবেই রাখবেন। মেহবুবাবর কথায়, বিশেষ রাজ্যের মর্যাদা ফেরানো ছাড়া শান্তি ফেরানোর আর কোনও উপায়ই খোলা নেই। এমনকী এটা কেন্দ্রের সর্বতভাবে ভুল, অবৈধ এবং অসাংবিধানিক একটি পদক্ষেপ বলেও এদিন ফের স্পষ্ট ভাষায় অভিযোগ করেন তিনি। এমতাবস্থায় ৩৭০ ধারা ফেরানোর পক্ষেই যে মোদী বৈঠকে ফারুখ-মেহবুবারা জোরালো দাবি করতে চলেছেন সেই বিষয়ে আর কোনও সন্দেহ নেই।

English summary
Mehbooba Mufti critisized Prime Minister Narendra Modi again on Kashmir issue after meeting of Gupkar leaders
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X