For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উরি হামলার স্পটে সন্দেহজনক গতিবিধি, অনুসন্ধান শুরু সেনাবাহিনীর

উরি হামলার স্পটে সন্দেহজনক গতিবিধি, অনুসন্ধান শুরু সেনাবাহিনীর

  • |
Google Oneindia Bengali News

উরি হামলার পাঁচ বছর পেরিয়েছে৷ পাল্টা সার্জিক্যাল স্ট্রাইক করে পাক মদতপুষ্ট জেহাদিদের মেরুদন্ড ভেঙে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী৷ কিন্তু রবিবার রাতে উত্তর কাশ্মীরের উরি সেক্টরে কিছু সন্দেহজনক গতিবিধি সেনাবাহিনীর নজরে এসেছে৷ এরপরই পুরো এলাকায় তল্লাশি শুরু করেছে সেনা৷

কী বলছে সেনা?

কী বলছে সেনা?

সেনাবাহিনীর এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে ১৮/১৯ তারিখ রাতে উরি সেক্টরে সীমান্তে কিছু গতিবিধি দেখা গিয়েছে যা স্বাভাবিক নয়৷ তাই সেনাবাহিনী সজাগ থাকার পাশপাশি পুরো এলাকা জুড়ে তল্লাশি শুরু করেছে৷ প্রসঙ্গত ২০১৬ তে ভারতীয় সৈনিকদের পোশাকেই অর্তকিতে উরি ক্যাম্পে ঢুকে পড়েছিল পাকিস্তানি সন্ত্রাসবাদীরা৷ সেই অতর্কিত আক্রমণ সামলাতে ভারতীয় সেনাবাহিনীকে হারাতে হয়েছিল দ৬ জনকে৷ সেই কালোদিন এখনও জ্বলজ্বল করছে ক্ষতর মতো৷ তাই এবার আর কোনও রকম ঝুঁকি নিতে চাইছেন না সেনা জওয়ানরা৷ এতটুকু ফাঁকফোকর না রেখে শুরু হয়েছে উরি সেক্টরে তলাশি৷

এই প্রথম নয় অনুপ্রবেশের চেষ্টা

এই প্রথম নয় অনুপ্রবেশের চেষ্টা

তবে এই প্রথম নয় এবছর উত্তর কাশ্মীরের সীমান্ত এলাকার উরি, নওগাম, তাংদার, কেরান, মাচিল এবং গুরেজ সেক্টর থেকে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে সন্ত্রাসবাদীরা৷ প্রআিবারই ভারতীয় সেনাবাহিনীর মুখে সেই চেষ্ঠা সফল হয়নি৷ যদিও সেনাবাহিনী সূত্রেই খবর গত বছরের তুলনায় এবছর অনুপ্রবেশের সংখ্যা অনেকটাই কম৷ সেনাবাহিনীর ১৯ এবং ২৭ পদাতিকবাহিনী উরি থেকে গুরেজ পর্যন্ত নিয়ন্ত্রণরেখায় নজরদারী চালায়। তাঁদেরও বক্তব্য আগের তুলনা হ্রাস পেয়েছে অনুপ্রবেশের চেষ্টা৷

সেনাবাহিনী সজাগ থাকছে

সেনাবাহিনী সজাগ থাকছে

যদিও এরজন্য অবশ্য এই উত্তরকাশ্মীরের সীমান্ত এলাকাগুলোতে কোনও রকম ঢিলেমি দিতে নারাজ সেনা৷ সেনার এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানান, ওই সেক্টারগুলিতে সেপ্টেম্বর থেকেই ভারতী বরফ পড়া শুরু হয়৷ তবে আমরা তো আর আমাদের গার্ডদের ওখান থেকে সরাতে পারি না৷ কারণ এই বরফপাতের সুযোগ নিয়েই অনেকে অনুপ্রবেশের চেষ্টা করে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Five years have passed since the Uri attack The Indian Army has broken the backbone of Pakistan-backed jihadists in a counter-surgical strike. But on Sunday night, the army noticed some suspicious activity in the Uri sector of north Kashmir. After that the army staread searching the whole area
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X