For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আদালত অবমাননার দায়ে ৪ মাসের কারাদণ্ড বিজয় মালিয়ার, সাজা ঘোষণা সুপ্রিম কোর্টে

আদালত অবমাননার দায়ে ৪ মাসের কারাদণ্ড বিজয় মালিয়ার, সাজা ঘোষণা সুপ্রিম কোর্টে

Google Oneindia Bengali News

আদালত অবমাননার দায়ে ৪ বছরের কারাদণ্ড বিজয় মালিয়ার। ২০১৭-র মামলার শুনানিতে সোমবার এই সাজা ঘোষণা করেছে শীর্ষ আদালত। তাঁকে বারবার আদালতে হাজিরা দিতে বলা হয়েছিল তার পরেই তিনি সুপ্রিম নির্দেশ অমান্য করেছেন। সেকারণে তাঁকে ২০০০ টাকা জরিমানাও করা হয়েছে।

সাজা ঘোষণা সুপ্রিম কোর্টে

সুপ্রিমকোর্টে ২০১৭ সাল থেকে চলছিল মামলাটি। শেষ পর্যন্ত সেই মামলায় সাজা ঘোষণা করল সুপ্রিম কোর্ট। বারবার সুপ্রিম কোর্ট শিল্পপতি বিজয় মালিয়াকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল। তারপরেও তিনি বারবার হাজিরা এড়িয়ে যান। এসবিআইয়ের কাছ থেকে ৯ কোটি টাকা দেনা করে টাকা নিয়ে গা ঢাকা দিয়েছেন তিনি। লন্ডনে তাঁকে পাওয়া গেলেও দেশের পুলিশের হাতের বাইরে। তাই তাঁকে গ্রেফতার করা যাচ্ছে না। দেশে ফিরতে চাননা বিজয় মালিয়া। সেকারণেই তিনি বারবার সুপ্রিম নির্দেশ অমান্য করে গিয়েছেন।

সোমবার সেই মামলার শুনানিতে বিজয় মালিয়ার প্রতি অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। এবং শিল্পপতির আচরণে বিরক্তি প্রকাশ করে তাঁকে ৪ মাসের কারাদণ্ডের সাজা শুনিয়েছে সই সঙ্গে ২০০০ টাকা জরিমানা করা হয়েছে। ২০০০ টাকা জরিমানা দিতে দেরি করলে আরও দুমাস জেলের সাজা বাড়বে বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

২০১৭ সালে আদালতের িনর্দেশ অমান্য করে বিজয় মালিয়া তাঁর সন্তানদের নামে ৪০ মিলিয়ন ডলার পাঠিয়েছিল। এবং তাঁকে ব্যাঙ্ককে ৬২০০ কোটি টাকা ফেরত দিতে বলা হয়েছিল। মামলার শুনািনতে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক বিজয় মালিয়া, নিরব মোদী এবং মেহুল চোকসির কাছ থেকে ১৮,০০০ কোটি টাকা উদ্ধার করতে পেরেছে। স্টেট ব্যাঙ্কের কাছ থেকে ৯ হাজার কোটি টাকা নিয়ে চম্পট দিয়েছিলেন বিজয় মালিয়া। লন্ডন থেকে তারপরে আর তিনি দেশে ফেরেননি।

English summary
Supreme Court sentences 4 Month jail for Vijay Mallya
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X