For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উন্নাও নিয়ে যোগী সরকারকে ধাক্কা! নির্যাতিতাকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ সর্বোচ্চ আদালতের

উন্নাওয়ের নির্যাতিতাকে দিতে হবে ২৫ লক্ষ টাকা। এদিন এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি ৭ দিনের মধ্যে রবিবারের দুর্ঘটনার তজদন্ত শেষ করারনির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে।

  • |
Google Oneindia Bengali News

উন্নাওয়ের নির্যাতিতাকে দিতে হবে ২৫ লক্ষ টাকা। এদিন এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি ৭ দিনের মধ্যে রবিবারের দুর্ঘটনার তজদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। নির্যাতিতা ও পরিবারকে নিরাপত্তা দানের বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি ৪৫ দিনের মধ্যে বিচারপর্ব শেষ করার কথাও জানিয়েছে সর্বোচ্চ আদালত।

উন্নাও-এর নির্যাতিতাকে অন্তবর্তী ক্ষতিপূরণের নির্দেশ

উন্নাও-এর নির্যাতিতাকে অন্তবর্তী ক্ষতিপূরণের নির্দেশ

এদিনের শুনানিতে প্রধান বিচারপতি বলেন, তারা উন্নাও-এর নির্যাতিতার জন্য অন্তবর্তী সাহায্যের কথা বিবেচনা করছেন। এর অঙ্গ হিসেবে, উত্তর প্রদেশ সরকারকে ২৫ লক্ষ টাকা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবারের জন্য পর্যাপ্ত নিরাপত্তার নির্দেশ

পরিবারের জন্য পর্যাপ্ত নিরাপত্তার নির্দেশ

উন্নাও-এর নির্যাতিতার জন্য পর্যাপ্ত নিরাপত্তার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। এছাড়াও তাঁর আইনজীবী, মা এবং সন্তান, কাকা এবং পরিবারের
অন্য সদস্যদের জন্যও এই নির্দেশ প্রযোজ্য হবে বলে জানিয়েছেন তিনি।

দিল্লিতে মামলা সরানোর নির্দেশ

দিনের সব থেকে উল্লেখযোগ্য নির্দেশটি হল, উন্নাও-এর নির্যাতিতা সংক্রান্ত ৫ টি মামলাই উত্তরপ্রদেশ থেকে দিল্লি সরানোর নির্দেশ। এই নির্দেশে বিব্রত
বাড়ে উত্তরপ্রদেশ সরকারের।রবিবার জেলবন্দি এক আত্মীয়কে দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে উন্নাওয়ের নির্যাতিতা। সেই দুর্ঘটনায় নির্যাতিতার দুই কাকিমার
মৃত্যু হয়। এই ঘটনাকে সাজানো ঘটনা বলে পরিবার এবং রাজ্যের বিরোধীদের তরফে অভিযোগ তোলা হয়। দেশব্যাপী শোরগোল পড়ে যায়। সুপ্রিম কোর্ট এই দুর্ঘটনার তদন্ত

সাত দিনের মধ্যে শেষ করতে সিবিআইকে নির্দেশ দিয়েছে। পাশাপাশি পুরো ধর্ষণ মামলার বিচারপর্ব ৪৫ দিনের মধ্যে শেষ করতে বলেছে। ২০১৭ সালে কাজ চাইতে গিয়ে তাঁকে যৌন নিগ্রহ করা হয় বলে অভিযোগ করেছিলেন নির্যাতিতা। অবৈধ অস্ত্র রাখার দায়ে গ্রেফতার হওয়া নির্যাতিতার বাবা মারা যান কারাগারেই।

English summary
Supreme Court gives an order to give Rs. 25 lakhs to the Unnao teen. Top courtalso told that transfer of all 5 casess linked to Unnao teen to Delhi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X