For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচনে হরিয়ানায় বিজেপির বিশ্বাসে আসতে পারে 'আঘাত'! কারণ হিসেবে উঠে আসছে যেসব তথ্য

লোকসভা নির্বাচনের ফলকে সামনে রাখলে, বলা যেতেই পারে হরিয়ানায় বিজেপির ক্ষমতায় আসা শুধু সময়ের অপেক্ষা। কিন্তু এরই মধ্যে বেশ কিছু কারণ উঠে আসছে। উঠে আসছে বিক্ষুব্ধ বিজেপি নেতা রাজকুমার সাইনির নাম।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের ফলকে সামনে রাখলে, বলা যেতেই পারে হরিয়ানায় বিজেপির ক্ষমতায় আসা শুধু সময়ের অপেক্ষা। কিন্তু এরই মধ্যে বেশ কিছু কারণ উঠে আসছে। উঠে আসছে বিক্ষুব্ধ বিজেপি নেতা রাজকুমার সাইনির নাম। গত লোকসভা নির্বাচনে এই রাজকুমার সাইনির দল বিএসপির সঙ্গে জোট গড়ে ছটি আসনে ছিল তৃতীয়স্থানে। স্থানীয় কিছু ছোট দলও তফাত গড়ে দিতে পারে বলে মনে করছেন ভোট বিশেষজ্ঞরা।

নির্বাচনে হরিয়ানায় বিজেপির বিশ্বাসে আসতে পারে আঘাত! কারণ হিসেবে উঠে আসছে যেসব তথ্য

হরিয়ানার এবারের ভোটে উল্লেখযোগ্য দলগুলি হল বিজেপি, কংগ্রেস, আইএনএলডি, জননায়ক জনতা পার্টি, আম আদমি পার্টি, বহুজন সমাজ পার্টি, লোকতন্ত্র সুরক্ষা পার্টি, স্বরাজ ইন্ডিয়া পার্টি।
বিশেজ্ঞরা বলছেন, কংগ্রেস এবং আইএনএলডি লড়াই করছে তাদের অস্তিত্ব বজায় রাখতে। কারণ এই দুটি দল রাজ্যে শাসকদল ছিল। কেননা বেশ কিছু আসনে জননায়ক জনতা পার্টি, আম আদমি পার্টি, বহুজন সমাজ পার্টি, লোকতন্ত্র সুরক্ষা পার্টি, স্বরাজ ইন্ডিয়া পার্টির প্রার্থীরা অনেক শক্তিশালী প্রার্থীর ভোট কাটবে।

অনেক ভোট বিশেষজ্ঞেক মতে অনেক ছোট দলকেও অবহেলা করা যাবে না। কেননা সেইসব দলের স্থানীয়ভাবে কাস্ট এবং কমিউনিটি নেটওয়ার্কে প্রভাব রয়েছে।

গত লোকসভা নির্বাচনে হরিয়ানার দশটি আশনের সবকটিতেই জিতেছিল বিজেপি। ভোট পেয়েছিল প্রায় ৫৮ শতাংশ। কংগ্রেস ভোট পেয়েছিল ২৮.৪৫ শতাংশ এবং আইএনএলডি পেয়েছিল ১.৯-০ শতাংশ ভোট। অন্যদিকে ২০১৪-র বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ৪৭ টি আসন। ভোট পেয়েছিল ৩৩.২ শতাংশ। ১৫ টি আসনে জয়ী কংগ্রেস পেয়েছিল ২০.৬ শতাংশ ভোট।

এবারের নির্বাচনে আপ ৪৮ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। যোগেন্দ্র যাদবের এসআইপি প্রতিদ্বন্দ্বিতা করছে ৩৫ টি আসনে। সিপিআই আর সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করছে ১৫ টি আসনে।

বেশ কিছু স্থানীয় দলও জোট গড়ে ভোটে লড়াই করছে। যেমন বিক্ষুব্ধ বিজেপি নেতা রাজকুমার সাইনির এলএসপি রাষ্ট্রবাদী জনলোক পার্টির সঙ্গে জোট করেছে। আর আইএনএলডি জোট করেছে শিরোমনি অকালি দলের সঙ্গে। এলএসপির টার্গেট হল ওবিসি ভোট। সাইনির দল প্রতিদ্বন্দ্বিতা করছে ৮০ টি আসনে। জাঠ সংখ্যাগরিষ্ঠ এলাকায় সাইনি ব্যাকওয়ার্ড ক্লাসের প্রার্থী দাঁড় করিয়েছেন। গত লোকসভা নির্বাচনে কোনও আসন না পেলেও, এলএসপি-বিএসপি জোট ছটি আসনে তৃতীয় স্থানে ছিল।

হরিয়ানার মনোনয়ন জমা দেওয়ার কাজ শেষ হয়েছে শুক্রবার। ২১ অক্টোবর ৯০ আসনের নির্বাচনে ১০ টি বড় দলের ৪৫১ জন প্রার্থী রয়েছেন। ১,১২০ জন নির্দলীয় এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশেষজ্ঞরা বলছেন ক্ষমতাসীন বিজেপিই ক্ষমতা ধরে রাখবে। তবে ভোট ভাগ করতে বেশ কিছু স্পয়লারের উপস্থিতির কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। ২১ সেপ্টেম্বর হরিয়ানার নির্বাচন ঘোষণা করা হয়েছিল। ভোট গণনা হবে ২৪ অক্টোবর।

English summary
Spoilers and vote-splitters may spoin BJP's prospect in Haryana in some seats says analysts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X