For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সনিয়া গান্ধীর বাবা হিটলারের ফ্যাসিবাদী বাহিনীর সদস্য ছিলেন! অভিযোগ সম্বিত পাত্রর

সনিয়া গান্ধীর বাবা হিটলারের ফ্যাসিবাদী বাহিনীর সদস্য ছিলেন! অভিযোগ সম্বিত পাত্রর

Google Oneindia Bengali News

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রয়োগের পর আদনান সামিকে পদ্মশ্রী নিয়ে সরকারকে আক্রমণ করে কংগ্রেস। কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং প্রশ্ন তুলেছেন, আদনান সামির মতো পাকিস্তানি যদি নাগরিকত্ব এবং পদ্মশ্রী পান তাহলে সিএএ-এর প্রয়োজনীয়তা কী। এবার সেই অভিযোগের পাল্টা আক্রমণ শানাল বিজেপি। এই বিষয়ে আজ বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেন, 'সনিয়া গান্ধীর বাবাও ছিলেন ফ্যাসিবাদী সশস্ত্র বাহিনীর একটি অংশ।'

আদনানকে পদ্মশ্রী দেওয়ায় কংগ্রেসের আপত্তি

আদনানকে পদ্মশ্রী দেওয়ায় কংগ্রেসের আপত্তি

কংগ্রেসের তরফ থেকে সামিকে পদ্মশ্রী প্রদান নিয়ে সমালোচনা করা হয়েছে। কংগ্রেস মুখপত্র জয়ভীর সেরগিল প্রশ্ন তুলেছেন, যদি কারগিল যুদ্ধে অংশগ্রহণকারী সানাউল্লাকে এনআরসির মাধ্যমে অসমে বিদেশি বলে চিহ্নিত করা হয়, তাহলে পাকিস্তান এয়ারফোর্সের পাইলটের ছেলেকে কেন পদ্মশ্রী দেওয়া হচ্ছে। আদনান সামির জন্ম লন্ডনে।

সম্বিত পাত্রর অভিযোগ

সম্বিত পাত্রর অভিযোগ

এই অভিযোগের পাল্টা সম্বিত পাত্র বলেন, 'সনিয়া গান্ধীর বাবাও ছিলেন হিটলারের ফ্যাসিবাদী সশস্ত্র বাহিনীর একটি অংশ। তবে সনিয়ার নাগরিকত্ব নিয়ে তো কংগ্রেস কোনও প্রশ্ন তোলে না।'

বিরোধিতায় এমএনএস

বিরোধিতায় এমএনএস

শনিবার ১১৮ জনকে পদ্মশ্রী দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। সেই তালিকায় ২০১৬-তে ভারতের নাগরিকত্ব পাওয়া আদনান সামিও রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে মহারাষ্ট্রকে আদনানের ঘরের রাজ্য বলে দেখানো হয়েছে। এই নিয়ে আপত্তি জানিয়েছে এমএনএস।

English summary
Sonia Gandhi's father was part of Hitler's forces alleges bjp spokesperson sambit patra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X