For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে জোট সরকার গঠন! চূড়ান্ত অনুমোদন সনিয়ার

মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে জোট সরকার গঠন নিয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন, কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী। সূত্রের খবর এমনটাই।

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে জোট সরকার গঠন নিয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন, কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী। সূত্রের খবর এমনটাই। তবে এই সিদ্ধান্তের ভিত তৈরি হয়ে গিয়েছিল সোমবার। ওইদিনই এনসিপি প্রধান শারদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেছিলেন সনিয়া।

মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে জোট সরকার গঠন! চূড়ান্ত অনুমোদন সনিয়ার

সূত্রের খবর অনুযায়ী, কংগ্রেস নেতারা এরপর ৬ নম্বর জনপথে এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলের সঙ্গে কথা বলেন। অভিন্ন ন্যূনতম কর্মসূচি ছাড়াও ক্যাবিনেট গঠনের মতো বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।

এদিনের এই সিদ্ধান্ত কিংবা বৈঠকের ভিত তৈরি হয়ে গিয়েছিল সোমবার। এইদিন সনিয়ার সঙ্গে বৈঠক করেছিলেন শারদ পাওয়ার। সেইদিনই শিবসেনাকে সমর্থন নিয়ে একরকম পাকা কথা হ.ে গিয়েছিল। তবে সেই বৈঠকে অভিন্ন ন্যূনতম কর্মসূচি নিয়ে কোনও কথা হয়নি।

শারদ পাওয়ার সেদিন বলেছিলেন, মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়েই তাঁদের মধ্যে কথা হয়েছে। তিনি আরও বলেছিলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দুই দল, বাাকি সহযোগীদের সঙ্গে কথা বলবে বলেও জানিয়েছিলেন তিনি।

সূত্রের খবর অনুযায়ী, সনিয়া গান্ধী শিবসেনাকে সমর্থন করার ব্যাপারে সোমবারই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন।

এখন কংগ্রেস এবং এনসিপির মধ্যে আলোচনা যদি সঠিক পথে এগোয়, তাহলে শিবসেনা, এনসিপি এবং কংগ্রেস জোট ডিসেম্বরের প্রথম সপ্তাহে সরকার গঠনের জন্য দাবি জানাবে।

English summary
Sonia Gandhi gives in principal approval to an alliance with Shiv Sena to form Govt in Maharashtra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X