For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মোদীর ভাষণ দেশবাসী ক্ষুধা মেটাতে পারবে না', দুই বছর পর জনসভায় ঝাঁঝাল বক্তৃতা সনিয়ার

দুই বছর পর জনসভার বক্তব্য রাখতে উঠে গেরুয়া শিবির ও মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী।

  • |
Google Oneindia Bengali News

অভিনেতার মতো কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভালো কথা বলেন সন্দেহ নেই। তবে তাতে মানুষের পেট ভরবে না। দুই বছর পর জনসভার বক্তব্য রাখতে উঠে গেরুয়া শিবির ও মোদীকে এভাবেই আক্রমণ করলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। এদিন কর্ণাটকে নির্বাচন উপলক্ষে জনসভা করেন সনিয়া। সেখানে তেড়ে আক্রমণ করেন বিজেপি ও নরেন্দ্র মোদীকে।

মোদীর ভাষণ দেশবাসী ক্ষুধা মেটাতে পারবে না, মত সনিয়ার

সনিয়া বলেন, কেন্দ্র একচোখা আচরণ করছে কর্ণাটকের সঙ্গে। বিজাপুরের সভায় দাঁড়িয়ে তাঁর অভিযোগ, মোদীর ভাষণ দেশবাসীর ক্ষুধা মেটাতে পারবে না, খালি পেট ভরাতে পারবে না।

প্রধানমন্ত্রীকে আক্রমণ করে সনিয়া বলেন, মোদীজি যেখানেই যান সেখানেই ভুল ইতিহাস বিকৃত তথ্য পেশ করেন। নিজের রাজনৈতিক স্বার্থে দেশের বীর সন্তানদের নাম নেন। মোদীজি জানেন তিনি ভালো বক্তা। আমিও সেটা মানি। তিনি অভিনেতার মতো কথা বলেন। তবে শুধু কথা বলে পেটের খিদে মেটে না।

কংগ্রেস নেত্রীর অভিযোগ, খরার কারণে অন্য রাজ্যগুলি যেখানে ক্ষতিপূরণ পায় সেখানে কর্ণাটকে সবচেয়ে কম ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এটা অনেকটা কাটা ঘায়ে নুন ছেটানোর মতো ব্যাপার। এটাই কি মোদির সবকা সাথ সবকা বিকাশ? প্রশ্ন ছুঁড়ে দেন সনিয়া।

কংগ্রেসের অভিযোগ, খরার সময়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া মোদীক সঙ্গে দেখা করতে চাইলে মোদী দেখা করেননি। যার ফলে কর্ণাটকবাসীকে মোদী অপমান করেছেন। আর এখন কংগ্রেসের চালু করা প্রকল্প নিজেদের বলে চালিয়ে ভোটে জিততে চাইছে বিজেপি। এমনটাই অভিযোগ সনিয়া গান্ধীর।

English summary
Accusing Prime Minister Modi of speaking like an "actor", Congress leader Sonia Gandhi on Tuesday said that the Central government is acting in a "biased manner when it comes to Karnataka
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X