For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুষমার শেষযাত্রায় পায়ের কাছে কান্নায় ভেঙে পড়লেন এমডিএইচের মালিক ৯৬ বছরের ধর্মপাল গুলাটি

রাষ্ট্রীয় মর্যাদায় এদিন দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। গোটা দেশের পাশাপাশি শোকে মুহ্যমান বিজেপি কর্মীরাও।

  • |
Google Oneindia Bengali News

রাষ্ট্রীয় মর্যাদায় এদিন দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। গোটা দেশের পাশাপাশি শোকে মুহ্যমান বিজেপি কর্মীরাও। বিজেপির সদর দফতরে এদিন সুষমা স্বরাজের মরদেহ শায়িত রাখা হয় । পরে তাঁকে দলীয় পতাকায় ঢেকে শেষ শ্রদ্ধা জানানো হয় গেরুয়া শিবিরের তরফে। এদিন বিজেপি-র দিল্লির সদর দফতরে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রদ্ধা জানাতে আসেন । তাঁদের মধ্যে ছিলেন এমডিএইচ মশলা প্রস্তুতকারক সংস্থার মালিক ধর্মপাল গুলাটি।

সুষমার শেষযাত্রায় কান্নায় ভেঙে পড়লেন এমডিএইচের মালিক ৯৬ বছরের ধর্মপাল গুলাটি

৬৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন সুষমা স্বরাজ। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তবব্ধ হয়ে যায় রাজনৈতিক মহল থেকে বলিউড। শোকজ্ঞাপন করেন ক্রীড়া জগতের বিরাট কোহলি থেকে সানিয়া মির্জারা। এদিন বিজেপির সদর দফতরে সুষমাকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব থেকে সাধারণ মানুষরা। সেখানে গিয়েছিলেন ৯৬ বছর বয়সী প্রবীণ শিল্পপতি ধর্মপা গুলাটি। শোকে কাতর মহাশয় ধর্মপাল গুলাটি কান্নায় সুষমার পায়ের কাছে লুটিয়ে পড়েন।

শুধু ধর্মপাল গুলাটিই নন, বিজেপির সদর দফতরে যখন দলীয় পতাকা সুষমার মরদেহের ওপর শায়িত রাখা হয়, তখন কান্নায় ভেঙে পড়েন সুষমা স্বরাজের একমাত্র মেয়ে বাঁশুরি। চোখের জল তখনও বাঁধ মানেনি সুষমার স্বামী স্বরাজ কুশলের। আর এমনই চোখের জলে এদিন শেষ বিদায় জানানো হয় দেশের অন্যতম 'আয়রন লেডি' সুষমা স্বরাজকে।

English summary
This is how, MDH owner Mahashay Gulati breaks down, sits at Sushma Swaraj's feet to pay tribute.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X