For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাভারকারের সমালোচনা: রাহুলের মন্তব্য মোটেই ভালো চোখে দেখছেন না Uddhav Thackeray-রা

সাভারকার নিয়ে রাহুল গান্ধীর মন্তব্য মহাবিকাশ আগারির জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। শুধু তাই নয়, রাহুল গান্ধীর এহেন মন্তব্য নিয়ে রীতিমত অসন্তোষ প্রকাশ করেছেন শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত। আজ শুক্রবার এক সাংবাদিক ব

  • |
Google Oneindia Bengali News

সাভারকার নিয়ে রাহুল গান্ধীর মন্তব্য মহাবিকাশ আগারির জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। শুধু তাই নয়, রাহুল গান্ধীর এহেন মন্তব্য নিয়ে রীতিমত অসন্তোষ প্রকাশ করেছেন শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত। আজ শুক্রবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বীর সাভারকারকে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্য মহাবিকাশ আগারির জোটে চিড় ধরাতে পারে।

রাহুলের মন্তব্য মোটেই ভালো চোখে দেখছেন না Uddhav Thackeray-র

তবে কি এই জোট ভেঙে যেতে পারে? সেই প্রশ্নই উঠতে শুরু করেছে অন্তত রাহুল গান্ধীর মন্তব্যে। আর এই প্রশ্ন সঞ্জয় রাউতকে করা হলে তিনি বলেন, জোট ভাংবে না। তবে একটা তিক্ততা তো তৈরি হবেই। যা জোটের ক্ষেত্রে কু প্রভাব ফেলতে পারে বলে মত সেনা মুখপাত্রের।

গত মঙ্গলবার বীরসা মুন্ডার জন্মদিনে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, ব্রিটিশরা জমি দিতে চাইলেও তা ফিরিয়ে দিয়েছিলেন বীরশা মুন্ডা। এমনকি মৃত্যু বরণ পর্যন্ত করেছিলেন। কংগ্রেস তাঁকেই আদর্শ বলে মনে করে বলেও মন্তব্য করেন রাহুল। তিনি আরও বলেন, বিজেপি এবং আরএসএসের কাছে আদর্শ হলেন সেই সাভারকার যিনি ব্রিটিশদের কাছে আত্মসম্পরন করেছিলেন।

রাহুলের এহেন মন্তব্য ঘিরেই যাবতীয় বিতর্ক। যদিও সঞ্জয় রাউত মনে করেন, রাহুল গান্ধীর সাভারকারের প্রসঙ্গ টেনে বিতর্ক বাড়ানোর কোনও প্রয়োজনীয়তা ছিল না।

শিবসেনা নেতার দাবি, ভারত জুড়ে যাত্রার লক্ষ্য হল ঘৃণাকে ত্যাগ করা। পাশাপাশি মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের বিরুদ্ধে আওয়াজ তোলা। আর সেই কাজটা রাহুল গান্ধী ভালো ভাবে করেছেন বলেই মনে করছেন সঞ্জয় রাউত। তবে সাভারকার ইস্যু রাহুল গান্ধী এড়িয়ে যেতে পারতেন বলেই মত তাঁর। রাউত বলেন, সাভারকার শিবসেনার নায়ক। দলের সুপ্রিমো উদ্ভব ঠাকরেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন সাভারকারের উপর বিশ্বাস অটুট থাকবে।

শুধু তাই নয়, রাহুল গান্ধীর মন্তব্যের সঙ্গে একমত যে শিবসেনা নয় তাও স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে রাহুল গান্ধীর বিরুদ্ধে হিন্দু মতাদর্শকে অপমান করার জন্য সাভারকরের নাতি রঞ্জিত সাভারকর অভিযোগ দায়ের করেন।

যদিও এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের করা হয়নি বলেই জানা গিয়েছে। মুম্বইয়ের শিবাজি পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।রঞ্জিত সাভারকর বলেন, মহারাষ্ট্রে কংগ্রেস প্রধান নানা প্যাটেলের বিরুদ্ধেও একই অভিযোগে মামলা করা উচিত।

English summary
Shiv sena opposed rahul gandhia comment on savarkar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X