For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজই শেষকৃত্য শীলা দিক্ষিতের, শেষ শ্রদ্ধা জানাতে দিল্লির বািড়তে ভিড়

দুপুর আড়াইটের সময় দিল্লিতে যমুনা নদীর তীরে নিগম বোধ ঘাটে হবে শীলা দিক্ষিতের অন্ত্যেষ্টি। শেষকৃত্যের আগে দেহ নিয়ে যাওয়া হবে দিল্লিতে কংগ্রেসের সদর কার্যালয়ে।

Google Oneindia Bengali News

দুপুর আড়াইটের সময় দিল্লিতে যমুনা নদীর তীরে নিগম বোধ ঘাটে হবে শীলা দিক্ষিতের অন্ত্যেষ্টি। শেষকৃত্যের আগে দেহ নিয়ে যাওয়া হবে দিল্লিতে কংগ্রেসের সদর কার্যালয়ে। তার আগে পর্যন্ত মরদেহ শায়িত থাকবে তাঁর নিজামউদ্দিনের বািড়তে। রবিবার সকাল থেকে সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে আসছেন রাজনৈতিক নেতানেত্রীরা। সকালেই তাঁকে শেষ শ্রদ্ধা জানান বিজেপির প্রবীণ নেতা এলকে আদবানী, প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

আজই শেষকৃত্য শীলা দিক্ষিতের, শেষ শ্রদ্ধা জানাতে দিল্লির বািড়তে ভিড়

ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ। শেষ শ্রদ্ধা জানাতে সকালেই তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।
সকাল থেকে একে একে বিভিন্ন রাজনৈিতক দলের নেতারা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে আসছেন। গতকালই শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রবিবার বিকেল চারটে নাগাদ পর পর ২ বার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন তিিন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। ২০১৯ সালের লোকসভা ভোটেও সক্রিয় ভূমিকা নিয়েছিলেন শীলা দিক্ষিত।

English summary
Sheila Dikshit, who died on Saturday, will be cremated at 2:30 pm
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X