For Quick Alerts
For Daily Alerts
এসএফআইও জেরা করতে চায় সুদীপ্ত সেনকে
কলকাতা, ৩ ডিসেম্বর: সারদা গোষ্ঠীর ধৃত কর্ণধার সুদীপ্ত সেন ও তাঁর সহযোগী দেবযানী মুখোপাধ্যায়কে জেরা করতে চায় এসএফআইও (সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস)। এর আগে এই কেন্দ্রীয় সংস্থা জেরা করেছে তৃণমূলের দুই সাংসদ কুণাল ঘোষ ও সৃঞ্জয় বসুকে।
এসএফআইও বিধাননগর আদালতে এই মর্মে আবেদন করেছে, তদন্তের স্বার্থে তাদের সুদীপ্ত সেনকে জিজ্ঞাসা করার অনুমতি দেওয়া হোক। আদালত থেকে কবে অনুমতি মিলবে বা আদৌ মিলবে কি না, তা অবশ্য জানা যায়নি। এদিকে, শারীরিক অসুস্থতার কারণে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন দেবযানী মুখোপাধ্যায়। তাঁর পরিবারের অভিযোগ, তদন্ত ছাড়াও সামান্য অজুহাতেই পুলিশ দেবযানীকে মুখোপাধ্যায়কে হেনস্থা করছে। তীব্র মানসিক চাপ সৃষ্টি করছে।