For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আমাদের দম্ভ সরিয়ে ফেলতে হবে', দিল্লিতে কংগ্রেসের বিপর্যয়ের পর বার্তা জয়রাম রমেশের

'আমাদের দম্ভ সরিয়ে ফেলতে হবে', দিল্লিতে কংগ্রেসের বিপর্যয়ের পর বার্তা জয়রাম রমেশের

  • |
Google Oneindia Bengali News

দিল্লি নির্বাচনে শূন্য 'হাতে' ফিরেছে কংগ্রেস। ৭০ টির মধ্যে একটিও আসন পায়নি সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীন এই পার্টি। ১৯৯৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দিল্লির তখতে থাকা কংগ্রেসের এই বিপর্যয়ের পর বিভিন্ন কংগ্রেস নেতা মুখ খুলেছেন। আর এবার মুখ খুললেন জয়রাম রমেশ।

'কংগ্রেস নেতাদের উচিত নিজের দিক খতিয়ে দেখা'

'কংগ্রেস নেতাদের উচিত নিজের দিক খতিয়ে দেখা'

'কংগ্রেস নেতাদের উচিত নিজের দিক একবার খতিয়ে দেখা। দলের তরফেও নিজের দিক খতিয়ে দেখা উচিত, যদি প্রাসঙ্গিকতা পেতে চায় তবেই। নয়তো অপ্রাসঙ্গিকই থেকে যেতে হবে। আমাদের দম্ভকে ছেঁটে ফেলতে হবে। ... ' এমনভাবেই এদিন দলের গঠনমূলক সমালোচনায় নিজের ক্ষোভ প্রকাশ করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

'অনেকে এমন ব্যবহার করেন..'

'অনেকে এমন ব্যবহার করেন..'

দলের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে, জয়রাম রমেশ বলেন, ' এমন কয়েকজন সদস্য রয়েছেন যাঁরা এখনও নিজেদের মন্ত্রী ভেবে চলেন।..' এভাবেই দিল্লিতে দলের বিপর্যয়ের কারণকে ব্যাখ্যা করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

নেতৃত্বের ধরন পাল্টানোর ডাক!

নেতৃত্বের ধরন পাল্টানোর ডাক!

এদিন সন্দীপ দীক্ষিতের সুরেই ফের একবার কংগ্রেসের নেতৃত্বের দিকে তোপ দাগেন জয়রাম রমেশ। তিনি বলেন, ' নেতৃত্বের ধরন পাল্টাতে হবে । আমরা কার্যত বিহারে নেই বললেই চলে, উত্তরপ্রদেশ থেকে উবে গিয়েছি। তবে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে আমরা বেশ পোক্ত। হরিয়ানাতেও আমরা ফিরেছি। ' যেকোনও মূল্যে নিজেদের 'খুঁজে বার করার' বার্তা দিয়ে এদিন কংগ্রেসের সমালোচনায় মুখর হন এই বর্ষীয়ান নেতা।

একঝাঁক কংগ্রেস নেতার ক্ষোভ

একঝাঁক কংগ্রেস নেতার ক্ষোভ

এর আগে, প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্য়ায় ও শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিতও দলের সমালোচনায় মুখর হয়ে ওঠেন। সন্দীপের দাবি, গত সেপ্টেম্বর থেকেই তিনি আঁচ পেয়েছিলেন যে কংগ্রেসের পরিস্থিতি খুবই খারাপ। অন্যদিকে, দলীয় নেতৃত্বের উদাসীনতাকে কাঠগড়ায় দাঁড় করান সন্দীপ।

English summary
Senior Congress Leader Jairam Ramesh Says Party Has to Reinvent Itself.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X