For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশির ওষুধের পরে চোখের ড্রপ! আমেরিকায় দৃষ্টিশক্তি হ্রাস থেকে মৃত্যুর ঘটনায় চেন্নাইয়ে অভিযান

ভারতের তৈরি কাশির ওষুধ খেয়ে বিশ্বের একাধিক দেশে শিশু মৃত্যুর অভিযোগ উঠেছিল। এবার চোখের ওষুধ নিয়ে শোরগোল। ভারতে তৈরি চোখের ওষুধ ব্যবহার করে আমেরিকায় চোখের দৃষ্টি কমে যাওয়া থেকে মৃত্যুর অভিযোগ উঠছে।

  • |
Google Oneindia Bengali News

ভারতে তৈরি চোখের ওষুধে বিষাক্ত কিছু থাকার আমেরিকার অভিযোগে পরেই সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাজেশন এবং তামিলনাড়ুর ড্রাগ কন্ট্রোলারের মিলিত অভিযান চেন্নায়য়ের গ্লোবাল ফার্মা হেলথ কেয়ারে। গভীর রাতে এই অভিযান হয় বলে সূত্রের খবর।

আমেরিকায় দৃষ্টিহ্রাস এবং মৃত্যুর অভিযোগ

আমেরিকায় দৃষ্টিহ্রাস এবং মৃত্যুর অভিযোগ

গ্লোবাল ফার্মা হেলথ কেয়ারের অবস্থান চেন্নাই থেকে ৪০ কিমি দূরে। এই সংস্থার তৈরি আর্টিফিশিয়াল টিয়ার লুব্রিকেন্টে আমেরিকায় শুধু দৃষ্টিশক্তি হ্রাসই শুধু নয়, একজনমের মৃত্যুর অভিযোগ উঠেছে।
এব্যাপারে গ্লোবার হেলথ কেয়ারের তরফে ডিস্ট্রিবিউটর, পাইকারি বিক্রেতা, খুচরো বিক্রেতা এবং গ্রাহকদের কাছে আবেদন জানিয়ে বলা হয়েছে, পণ্যটি বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। তারপরেই এটি কারও কাছে থাকলে, তারা যেন এই ওধুষের ব্যবহার না করেন।

মার্কিন সংস্থার সতর্কবার্তা

মার্কিন সংস্থার সতর্কবার্তা

ওষুধ প্রস্তুতকারী সংস্থার তরফে বলা হয়েছে, তারা মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে এব্যাপারে কাজ করছে। এই পরিস্থিতিতে যাঁদের পরিস্থিতি খারাপ, তাঁদেরকে চিকিৎসা সহায়তা নিতে অনুরোধ করেছে তারা।
এদিকে আমেরিকা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্টেশনের তরপে দাবি করা হয়েছে, চোখের সংক্রমণ, স্থায়ী দৃষ্টিশক্তি হারানো এবং রক্তের সংক্রমণ সংক্রান্ত মৃত্যু-সহ তারা সবমিলিয়ে ৫৫ টি ঘটনার হদিশ পেয়েছেন। মার্কিন সংস্থার তরপে বলা হয়েছে, দূষিত ওই ওষুধ ব্যবহারের ফলে সংক্রমণ বাড়তে পারে এমন কী মানুষ অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে।

 কৃত্রিম অশ্রু লুব্রিকেন্ট কী করে

কৃত্রিম অশ্রু লুব্রিকেন্ট কী করে

কৃত্রিম অশ্রু লুব্রিকেন্ট চোখের জ্বালা থেকে চোখের শুষ্কতা দূর করে। মার্কিন যুক্তরাষ্ট্রের তরপে দাবি করা হয়েছে গ্লোবাল ফার্মা হেলথখ কেয়ারের চোখের ড্রপে ব্যাকটিরিয়ার দূষণ হয়েছে।

 দিন কয়েক আগে কাশি ওষুধে মৃত্যু

দিন কয়েক আগে কাশি ওষুধে মৃত্যু

দিন কয়েক আগে গাম্বিয়া এবং উজবেকিস্তানে ভারতে তৈরি কাশির ওষুধ খেয়ে বেশ কিছু শিশু মৃত্যুর অভিযোগ ওঠে। তারপর এব্যাপারে বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে সতর্ক করা হয়। তারপর চোখের ওষুধ নিয়ে ওই ঘটনায় ভারতে তৈরি ওষুধের গুণমান নিয়ে প্রশ্ন তুলে দিল।

Tripura Elections 2023: ত্রিপুরায় তৃণমূলের ভরসা 'ব্র্যান্ড মমতা'! রাজ্য জয়ের প্রচারে 'বাংলা' মডেলTripura Elections 2023: ত্রিপুরায় তৃণমূলের ভরসা 'ব্র্যান্ড মমতা'! রাজ্য জয়ের প্রচারে 'বাংলা' মডেল

English summary
Search Operation in Chennai from vision loss to death cases in America due to India made eye drop
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X