#SareeTwitter বিয়ের সময়ের শাড়ি পরা ছবি! প্রিয়ঙ্কার মতোই প্রভাবশালীরা শেয়ার করলেন নানা মুডের ছবি
কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বুধবার অংশ নিলেন #SareeTwitter-এ। ২২ বছর আগেকার শাড়ি পরে বিয়ের সময়কার ছবি পোস্ট করেছেন তিনি। সোমবার থেকে সমাজের বিশিষ্টরা কিংবা প্রভাবশালীরা তাঁদের শাড়ি পরা ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় #SareeTwitter দিয়ে।
|
প্রিয়ঙ্কা গান্ধী
২২ বছর আগে বিয়ের দিনের ছবি পোস্ট করেছেন প্রিয়ঙ্কা। যাতে প্রিয়ঙ্কাকে বেনারসি শাড়িতে দেখা যাচ্ছে।
|
নূপুর শর্মা
বিজেপি নেত্রী নূপুর শর্মাও ছবি পোস্ট করেছেন।
|
প্রিয়ঙ্কা চতুর্বেদী
তালিকায় নিজেকে যুক্ত করেছেন শিবসেনা নেত্রী প্রিয়ঙ্কা চতুর্বেদীও।
|
মহুয়া মৈত্র
কৃষ্ণনগরের তৃণমূল সাংসদও ছবি শেয়ার করেছেন।
|
নাগমা
শাড়ি ভারতীয়দের ঐতিহ্য আর সংস্কৃতির সঙ্গে যুক্ত। বলেছেন নাগমা।
|
ইয়ামি গৌতম
অভিনেত্রী ইয়ামি গৌতমও নিজের শাড়ি পরা ছবি পোস্ট করেছেন।
|
রেণুকা সাহানে
একসময়ে টিভির অতি পরিচিত মুখ রেণুকা সাহানে ছবি পোস্ট করেছেন।
|
জ্বালা গুট্টা
তালিকায় রয়েছেন ক্রীড়াবিদরাও।
|
নীলু শেরপা
আইপিএস নীলু শেরপা এইভাবেই যোগ দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
|
কল্যাণী পিল্লাই
পরিবারের সদস্যরা প্রায় একশো বছরের আগেকার ছবি পোস্ট করেছেন।