For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিনমাস পর তছরুপের মামলায় জামিন সঞ্জয় রাউতের! সন্ধ্যাতেই জেলমুক্ত ঠাকরের ঘনিষ্ঠ এই নেতা?

তিনমাস পর তছরুপের মামলায় জামিন সঞ্জয় রাউতের! সন্ধ্যাতেই জেলমুক্ত ঠাকরের ঘনিষ্ঠ এই নেতা?

  • |
Google Oneindia Bengali News

আর্থিক তছরুপের মামলাতে অবশেষে জামিন পেলেন সঞ্জয় রাউত। গত ১ লা অগাস্ট শিবসেনা নেতাকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রায় তিনমাস জেলবন্দি থাকতে হয়েছে শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ এই নেতাকে। আজ বুধবার দীর্ঘ শুনানি শেষে রাজ্যসভার এই সাংসদকে জামিন দেয় বিশেষ আদালত। যদিও ইডির তরফে নির্দেশের উপর স্থগিতাদেশ চাওয়া হয়েছিল। কিন্ত্য তা খারিজ করে দেয় আদালত। যা অবশ্যই বড় স্বস্তি ঠাকরের শিবিরে।

জেল থেকে বেরিয়ে আসতে পারেন সঞ্জয়

জেল থেকে বেরিয়ে আসতে পারেন সঞ্জয়

মনে করা হচ্ছে, আজ বুধবারই জেল থেকে বেরিয়ে আসতে পারেন সঞ্জয় রাউত। তবে বিষয়টি নিয়ে আইনি লড়াই জারি থাকবে বলেই মনে করা হচ্ছে। কারণ সঞ্জয় রাউতের জামিনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারে ইডি। এমনটাই জানা যাচ্ছে। এমনকি সন্ধ্যাতেই হাইকোর্টে আবেদন ইডির তরফে করা হতে পারে বলে জানা যাচ্ছে। তবে সঞ্জয় রাউতের জামিন মঞ্জুত হতেই কার্যত আদালতের বাইরেই আনন্দে মেতে ওঠে রাউতের অনুগামীরা।

১লা অগাস্ট গ্রেফতার করা হয়।

১লা অগাস্ট গ্রেফতার করা হয়।

তবে শুনানিতে ইডির তরফে বেশ কিছু দাবি করা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মতে, এখনও পর্যন্ত সঞ্জয় রাউত অপরাধের আয় থেকে 3.27 কোটি টাকা পেয়েছেন। বলে রাখা প্রয়োজন, শিবসেনা সাংসদের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মুম্বইয়ের একটি বস্তি অঞ্চলের সংস্কারের কাজ চলে। আর তাতে ব্যাপক অনিয়ম হয়। আর তাতে কোটি কোটি টাকা আত্মসাৎ হয়। আর সেই মামলাতেই নাম জড়ায় সঞ্জয় রাউতের। এমনকি তাঁর স্ত্রীয়ের নামও জড়ায়। আর এরপরেই তাঁর বাড়িতে তল্লাসে চলে। এবং গত ১লা অগাস্ট গ্রেফতার করা হয়।

তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

অর্থ তছরুপের মামলায় সঞ্জয়ের বিরুদ্ধে তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মুম্বইয়ের একটি বস্তি অঞ্চলের সংস্কারের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। এই সূত্রে নাম জড়িয়ে যায় রাউত এবং তাঁর স্ত্রীরও। গত ১ অগস্ট রাউতের বাড়িতে তল্লাশি চালানোর পর অর্থ তছরুপের অভিযোগে তাঁকে গ্রেফতার করে ইডি। যদিও এই মামলাতে একাধিক বার শিব সেনা নেতাকে জেরা করেছে। আর এরপরেই গ্রেফতার বলে জানা যায়। যদিও রাজনৈতিক প্রতিহিংসা করতেই সঞ্জউ রায়তকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি উদ্ধব ঠাকরের। বলে রাখা প্রয়োজন, সেই সময় মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের সরকারের পতন কার্যত নিশ্চিত ছিল। সেই সময় সঞ্জয় রাউত তীব্র প্রতিবাদ জানান। আর এর ফলেই তাঁকে গ্রেফতার বলে দাবি বিরোধীদের। যদিও সেই অভিযোগ খারিজ করে দেয় বিজেপি।

টিভি চ্যানেলের আপলিঙ্কিং-ডাউনলিঙ্কিং-এর নয়া নির্দেশিকা! অনুমোদন মোদী মন্ত্রিসভার টিভি চ্যানেলের আপলিঙ্কিং-ডাউনলিঙ্কিং-এর নয়া নির্দেশিকা! অনুমোদন মোদী মন্ত্রিসভার

English summary
Sanjay raut gets bail in money laundering case after 3 months
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X