For Daily Alerts
বেড়েছে গ্রামীণ ভারতের দারিদ্র্য, আশঙ্কার সুর এনএসও-র তথ্যে
বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার মতো রাজ্যগুলিতে গত কয়েক বছরে লাফিয়ে বেড়েছে দারিদ্র্যের হার। এমনই তথ্য প্রকাশ করল ন্যাশনাল স্ট্যাটিস্টিকাল অফিস বা জাতীয় পরিসংখ্যান দফতর। এনএসও-র সমীক্ষা রিপোর্টের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে গ্রামীণ দারিদ্র্য ২০১১-১২ আর্থিকবর্ষের তুলনায় ৪ শতাংশ বেড়েছে। বর্তমানে সেই হার ৩০ শতাংশে দাঁড়িয়ে।
{photo-feature}
আর বিনামূল্যে পরিষেবা নয়, এবার ব্রডব্যান্ডের জন্য বিল করতে শুরু করবে জিও