For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহারে ধাক্কা খেল লালুপ্রসাদের আরজেডি! রাজ্য থেকে সাফ লন্ঠনের 'আলো'

বিহারের রাজনীতিতে বড় ধাক্কা লালুপ্রসাদের আরজেডির। দল স্থাপনের পর থেকে এবারই প্রথম লোকসভায় তারা কোনও আসনপেল না।

Google Oneindia Bengali News

বিহারের রাজনীতিতে বড় ধাক্কা লালুপ্রসাদের আরজেডির। দল স্থাপনের পর থেকে এবারই প্রথম লোকসভায় তারা কোনও আসন পেল না। ১৭ তম লোকসভা নির্বাচনে কংগ্রেস সহ অন্যদের নিয়ে আরজেডি লড়াই করেছিল লালুপ্রসাদের ছেলে তেজস্বী যাদবের নেতৃত্বে।

বিহারের রাজনীতিতে ধাক্কা আরজেডির

বিহারের রাজনীতিতে ধাক্কা আরজেডির

বিহারের ৪০ টি আসনের মধ্যে মহাজোটের বড় দল হিসেবে ২০ টি আসনে লড়াই করেছিল আরজেডি। সেখান থেকে তারা একটিও আসন পায়নি।

বিহারের রাজনীতিতে ১৯৯৭ সাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে আরজেডি। ২০০৮ সালে তারা জাতীয় দলের মর্যাদাও পায়। প্রথমবার লোকসভায় লড়াই করে ১৯৯৮ সালে। সেইবার অবিভক্ত বিহারে ১৭ টি আসন দখল করেছিল আরজেডি।

একই অবস্থা মহাজোটের অন্য শরিকদের

একই অবস্থা মহাজোটের অন্য শরিকদের

যদিও মহাজোটের অংশ হিসেবে লড়াই করে কংগ্রেস বিহার থেকে একটিমাত্র আসন দখল করেছে। নটি আসনে তারা লড়াই করেছিল। মহাজোটের অপর দুই সঙ্গী রাষ্ট্রীয় লোক সমতা পার্টি এবং হিন্দুস্তানি আওয়াম মোর্চা যথাক্রমে ৫ টি ৩ টি আসনে লড়াই করেও একটিও আসনে জিততে পারেনি।

নির্বাচনে বিজেপি ও জেডিইউ-এর ফল

নির্বাচনে বিজেপি ও জেডিইউ-এর ফল

বিহারে বিজেপি-জেডিইউ-এলজেপি ৪০টির মধ্যে ৩৭ টি আসন দখল করেছে। যার মধ্যে বিজেপি পেয়েছে ১৭ টি আসন, জেডিইউ পেয়েছে ১৬ টি আসন, রাম বিলাসের এলজেপি পেয়েছে ছটি আসন।

English summary
RJD draws a blank in Bihar for the first time in Loksabha Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X