For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৯৯০ এর পুনরাবৃত্তি হচ্ছে, বিজেপি কাশ্মীরে শাসন পরিচালনা করতে ব্যর্থ, দাবি কেজরিওয়ালের

১৯৯০ এর পুনরাবৃত্তি হচ্ছে, বিজেপি কাশ্মীরে শাসন পরিচালনা করতে ব্যর্থ, দাবি কেজরিওয়ালের

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীরি পণ্ডিতদের পর হত্যা ও উপত্যকা ছেড়ে জম্মু ফিরে আসতে বাধ্য হওয়া নিয়ে এবার বিজেপি সরকারের কড়া সমালোচনা করলেন অরবিন্দ কেজরিওয়াল। যন্তরমন্তরে আম আদমী পার্টির একটি প্রতিবাদ সমাবেশ থেকে অরবিন্দ কেজরিওয়াল বলেন, বিজেপি কাশ্মীরে শাসন পরিচালনা করতে ব্যর্থ। ১৯৯০ এর দশক-ই যেন ফিরে এসেছে কাশ্মীরে৷

আম আদমি পার্টির 'জন আক্রোশ র‍্যালি'!

আম আদমি পার্টির 'জন আক্রোশ র‍্যালি'!

রবিবার যন্তর মন্তরে আম আদমি পার্টির কর্মীদের একটি প্রতিবাদ সমাবেশে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন যে কাশ্মীরি পণ্ডিতদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। এবং পরপর এই হত্যার কারণেই তাঁরা ভীত হয়ে উপত্যকা ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন৷ কেন্দ্রের কাছে এই ধরনের ঘটনা বন্ধ করার জন্য একটি নির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করার দাবি জানান কেজরিওয়াল। প্রসঙ্গত, রবিবার আম আদমী পার্টির 'জন আক্রোশ র‌্যালি'-তে ভাষণ দেওয়ার সময়, তিনি কাশ্মীরে সন্ত্রাসী কার্যকলাপকে সমর্থন করার অভিযোগ এনে পাকিস্তানকেও আক্রমণ করেন

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে আক্রমণ কেজরিওয়ালের!

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে আক্রমণ কেজরিওয়ালের!

রবিবার যন্তরমন্তর থেকে কেজরিওয়াল বলেন, আমি পাকিস্তানকে বলতে চাই তারা এই হীন কৌশল বন্ধ করুক। কাশ্মীর সব সময় ভারতের অংশ ছিল আর তাই থাকবে। কেজরিওয়াল কাশ্মীরে টার্গেট করে হিন্দু হত্যার বিরুদ্ধে আয়োজিত সমাবেশে বলেন, কাশ্মীরি পণ্ডিতদের তাদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য করা হচ্ছে, যা ১৯৯০ এর দশকে ঘটেছিল তারই যেন পুনরাবৃত্তি ঘটছে। বিজেপি সরকার কাশ্মীরে শাসন পরিচালনা করতে পারে না৷ তারা কেবল নোংরা রাজনীতি করতে জানে। দয়া করে কাশ্মীর নিয়ে রাজনীতি করবেন না৷

বিজেপি সরকারের কাছে চারটি দাবি কেজরিওয়ালের!

বিজেপি সরকারের কাছে চারটি দাবি কেজরিওয়ালের!

এদিন সমাবেয় মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে চারটি দাবিও রাখেন অরবিন্দ কেজরিওয়াল। এক, কাশ্মীরের পরিস্থিতি মোকাবেলা করার পরিকল্পনা সম্পর্কে জনসাধারণকে জানানো৷ দুই, কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে স্বাক্ষরিত বন্ড বাতিল করা, যার জন্য তারা কাশ্মীরের বাইরে কাজ করতে পারে না। তিন, কাশ্মীরি পণ্ডিতদের সমস্ত দাবি পূরণ এবং চার কাশ্মীরি পণ্ডিতদের পরিবারগুলিকে নিরাপত্তা প্রদান করা। এদিন কেজরিওয়াল বলেছেন, কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসী গোষ্ঠী বিশেষ করে লস্কর-ই-তৈয়বা সম্প্রতি আটজনকে হত্যা করেছে৷ যার শিকার অমুসলিম, নিরাপত্তা কর্মী, একজন শিল্পী এবং স্থানীয় অসামরিক ব্যক্তিরা অন্তর্ভুক্ত!

নবী মহম্মদ প্রসঙ্গে কু-মন্তব্য , মুসলিম অধ্যুষিত দেশে ভারতীয় পণ্য বয়কটের ডাক নবী মহম্মদ প্রসঙ্গে কু-মন্তব্য , মুসলিম অধ্যুষিত দেশে ভারতীয় পণ্য বয়কটের ডাক

English summary
Repeatation of 1990, the BJP failed to govern Kashmir, claims Kejriwal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X